skip to content
Thursday, June 13, 2024

skip to content
HomeScrollতৃণমূলের দেওয়াল লিখনে বহিরাগত তত্ত্ব, পাল্টা কটাক্ষ বিজেপির
Loksabha Vote 2024

তৃণমূলের দেওয়াল লিখনে বহিরাগত তত্ত্ব, পাল্টা কটাক্ষ বিজেপির

পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ঝাঁকরা এলাকায় দেওয়াল লিখন ঘিরে এই ঘটনা

Follow Us :

পশ্চিম মেদিনীপুর: তৃণমূলের (TMC) দেওয়াল লিখনে সর্বত্র বহিরাগত তত্ত্ব। আর তাকে নিয়ে জমে উঠছে রাজনৈতিক তরজা।  পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ঝাঁকরা এলাকায় এই ঘটনা দেখা গেল। চন্দ্রকোনা ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আরামবাগ লোকসভা কেন্দ্রের প্রার্থী মিতালি বাগের সমর্থনে দেওয়াল লিখন প্রচারে দেখা গেল বহিরাগত স্লোগান। ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হীরালাল ঘোষের নেতৃত্বে ঝাঁকরা এলাকা জুড়ে চলে দেওয়াল লেখার কাজ। আর সেই দেওয়ালে র একদিকে যেমন জোড়া ফুল চিহ্নের সাথে লোকসভা কেন্দ্রের প্রার্থী মিতালী বাগ এর নাম দিয়ে প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান করা হয়। তেমনই অপরদিকে দেওয়াল জুড়ে বহিরাগত স্লোগান তুলে বিজেপিকে কটাক্ষ করা হয়।

তৃণমূলের দেওয়ালে লেখা রয়েছে, আগামীর রায়, স্বৈরাচারী বহিরাগতদের বিদায়ের রায়। শোষণকারীর বিদায়, লাঞ্ছনাকারীর বিদায়। বহিরাগতর বিদায়।একই সাথে স্লোগান তোলা হয়েছে জমিদারি হাঁটাও, বাংলা বাঁচাও। কার্টুন-ব্যাঙ্গচিত্রর পাশাপাশি ভিন্ন ছড়া লিখে রাজনৈতিক দলগুলি একে অপরকে ভোট প্রচারে বিঁধতে দেখা যেত।কিন্তু ২৪-এর লোকসভা ভোটে শাসকদলের দেওয়াল লিখনে বহিরাগত স্লোগান কেন? শাসকদলের তরফে এর ব্যাখ্যাও দেওয়া হয়েছে। চন্দ্রকোনা ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হীরালাল ঘোষ বলেন,আক্ষরিক অর্থে বহিরাগত বলতে কোনও বিদেশি বা বাইরের কাউকে বোঝায়। কিন্তু রাজনৈতিক ভাবে আমাদের নেত্রী বা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বহিরাগত শব্দটা বলেন যে, ভোটের নির্ঘন্ট জারির আগে বা নির্ঘন্ট ঘোষণার পর দিল্লি থেকে এরা ডেলি প্যাসেঞ্জারি করে তারপর এদের আর টিকি পাওয়া যায় না। পাশাপাশি বাংলাকে যেভাবে বঞ্চনা করা হয় তা বহিরাগতরাই করে থাকে, সেই অর্থে বহিরাগত প্রাসঙ্গিক। বিশেষত ভোটের সময় শাসকদল তৃণমূল কংগ্রেসের শীর্ষ স্থানীয় নেতা নেত্রীর মুখে এই বহিরাগত তত্ত্ব উঠে আসে।

আরও পড়ুন: হরিয়ানায় ইস্তফা মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের

রাজনৈতিক মহলের মতে,২০২১ বিধানসভা নির্বাচনে এই বহিরাগত স্লোগান তুলে তৃণমূল কংগ্রেস অনেকটাই লাভ পেয়েছিল।১০ মার্চ ব্রিগেড জনগর্জন সভায় বক্তব্য রাখতে গিয়েও তৃণমূল সুপ্রিমো থেকে তৃণমূল সেনাপতি এই বহিরাগত স্লোগানকে হাতিয়ার করে বিজেপিকে নিশানা করেছে। এবার এই বহিরাগত স্লোগান লোকসভা কেন্দ্রে শাসকদলের প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখন প্রচারেও হাতিয়ার করা হচ্ছে। যদিও বিজেপির তরফে বহিরাগত স্লোগান তুলে শাসকদলের দেওয়াল লিখনকে পাল্টা কটাক্ষ করা হয়েছে। চন্দ্রকোনায় তৃণমূলের এই দেওয়াল লিখন প্রসঙ্গে বিজেপির চন্দ্রকোনা-২ মন্ডলের সভাপতি বিপ্লব মাল বলেন, এখানে বহিরাগত বলে চিৎকার করে কিছু হবে না,যতই চিৎকার করুক তৃণমূলের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আমরা স্লোগান তুলেছি ৪২ শে ৪২, এই লোকসভা ভোটে আমরা তৃণমূলকে কোন জায়গায় পৌঁছে দেব সেটা রেজাল্টের পরই বুঝতে পারবে। বহিরাগত স্লোগান তোলা তৃণমূল কংগ্রেসের মুখে সাজে না বলে কটাক্ষ বিজেপির মন্ডল সভাপতির। বিজেপির কটাক্ষ, তৃণমূলের ঘোষিত প্রার্থীর মধ্যে ইউসুফ পাঠান,শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ এরা কি বাংলার, তাহলে এরাও তো বহিরাগত। তৃণমুল প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখন প্রচারে বহিরাগত স্লোগানকে ঘিরে চন্দ্রকোনায় জোর তরজা তৃণমূল বিজেপির।

আরও খবর দেখুন

 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Narendra Modi | কাশ্মীরে জঙ্গিহানা, শাহ-দোভাল বৈঠকে বড় সিদ্ধান্ত মোদির
00:00
Video thumbnail
Ayodhya Ram Mandir | 'সে মন্দিরে দেব নাই', সাধু-বচনেই কি ভিড় নেই রামমন্দিরে ?
00:00
Video thumbnail
Ayodhya Ram Mandir | অযোধ্যায় ধুঁকছে রামমন্দির-পর্যটন , কারণ কি ভোটের ফল?
00:00
Video thumbnail
Ice Cream | অনলাইনে আইসক্রিম, কামড় দিতেই হাড়হিম মহিলার
00:00
Video thumbnail
Amethi | Smriti Irani | আমেঠি দখলে বিজেপির নতুন ছক স্মৃতিকে জেতাতে ফের ভোট?
00:00
Video thumbnail
NDA | NDA-তে ফাটল শুরু? চন্দ্রবাবুর শপথ কেন এড়ালেন নীতীশ?
00:00
Video thumbnail
TMC | তৃণমূল নেতাকে মাদক খাইয়ে পিটিয়ে 'খুন'-এর অভিযোগ
03:13
Video thumbnail
Dooars | ফুলে ফেঁপে উঠেছে ডুয়ার্সের পাহাড়ি নদীগুলি
02:39
Video thumbnail
Nitish Kumar | চন্দ্রবাবুর শপথ' এড়ালেন' নীতীশ? অনুষ্ঠানে নীতীশের অনুপস্থিতিতে জল্পনা
03:55
Video thumbnail
By Election | রাজ্যের ৪টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ১০ জুলাই
02:30