কলকাতা: সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ (Shotyi Bole Shotyi Kichhu Nei) ছবির প্রথম দিনের শুটিংয়েই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। সোমবার থেকে শুরু হয়েছে ছবির শুটিং। জানা যাচ্ছে, একটি কাচ ভাঙার দৃশ্যের শুটিং চলছিল। তাতেই আহত হন প্রবীণ অভিনেতা ফাল্গুনী চট্টোপাধ্যায় (Phalguni Chatterjee) এবং অভিনেতা অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakrabarti)।
সূত্রের খবর, ভাঙা কাচে অভিনেতাদের গাল, মুখ ও শরীরের নানা জায়গায় ক্ষত হয়েছে। ডান হাঁটুর নিচে দুটো সেলাই পড়েছে ফাল্গুনী চট্টোপাধ্যায়ের। হাসপাতালে নিতে যেতে হয়েছিল তাঁদের। তবে এখন দুজনেই ভালো আছেন বলেই জানা যাচ্ছে। ফাল্গুনী বাবু মঙ্গলবার সকাল থেকে শুটিং ফ্লোরেও ফিরেছেন।
আরও পড়ুন: পিছিয়ে গেল ‘কালিয়াচক চ্যাপ্টার ১’ মুক্তির তারিখ
উল্লেখ্য, সৃজিত মুখোপাধ্যায়ের এই ছবিটি আদতে একটি কোর্টরুম ড্রামা। ১২ জন আইনজীবীকে নিয়ে এগোবে ছবির গল্প। তাঁদের মধ্যেই একজন ফাল্গুনী চট্টোপাধ্যায়। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন, কৌশিক গঙ্গোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, সৌরসেনী মৈত্র, ঋদ্ধি সেন, কাঞ্চন মল্লিক, সুহোত্র মুখোপাধ্যায়, কৌশিক সেন, ফাল্গুনী চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তীর মতো জনপ্রিয় অভিনেতারা। ছবিতে অনির্বাণ ভট্টাচার্যেরও থাকার কথা জানা গিয়েছিল। কিন্তু ব্যক্তিগত কারণে নাকি এই ছবিতে কাজ করবেন না অভিনেতা। তাঁর পরিবর্তে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে।
দেখুন বিনোদনের আরও খবর