নাগপুর: ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি (BJP) একাই ৩০৩টি আসন পেয়েছিল। তারপর থেকেই দলের মতাদর্শগত মেন্টর আরএসএস-এর (RSS) সঙ্গে কিছুটা দূরত্ব বাড়তে থাকে। বিজেপির জাতীয় সভাপতি জে পি নাড্ডা (JP Nadda) এমনও বলেন, দল এখন কারও মুখাপেক্ষী নয়, তারা একাই চলতে পারে। এ ধরনের কথাবার্তা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের নিশ্চয়ই ভালো লাগেনি।
এবারের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে পদ্ম শিবির। জোটসঙ্গীদের উপর নির্ভরশীল হয়েই সরকার গড়তে হয়েছে। এককালে আরএসএস-এর সক্রিয় সদস্য নরেন্দ্র মোদিকেই (Narendra Modi) কি তাই কটাক্ষ করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত? তিনি বললেন, একজন সত্যিকারের সেবক কখনও উদ্ধত হন না।
আরও পড়ুন: নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ, জবাব তলব সুপ্রিম কোর্টের
নাগপুরে সংগঠনের এক সভায় ভাগবত বলেন, “যিনি সত্যিকারের সেবক, যাঁকে সত্যিকারের সেবক বলা হয়, তিনি মর্যাদা রক্ষা করে চলেন। তিনি কর্ম করেন কিন্তু কর্মে লিপ্ত হয়ে পড়েন না। তাঁর মধ্যে অহঙ্কার আসে না যে আমিই করেছি। এঁরাই সত্যিকারের সেবক হিসেবে পরিচিত হওয়ার অধিকারী।”
নির্বাচনী প্রচারে দুই পক্ষের তিক্ততা নিয়েও অখুশি ভাগবত। তাঁর মতে, এতেই বোঝা যায়, ভদ্রতা, শালীনতা বজায় থাকেনি। এমনকী আরএসএসকেও এর মধ্যে টেনে আনা হয়েছে। আরএসএস প্রধান বলেন, “নির্বাচনী প্রচারের সময় যেভাবে সবাই একে অপরকে কুকথা বলেছে, প্রযুক্তির অপব্যবহার করেছে এবং ভুয়ো খবর ছড়িয়েছে, তা ঠিক নয়।”
দেখুন অন্য খবর: