নয়াদিল্লি: নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ নিয়ে তোলপাড় গোটা দেশ। এ বিষয়ে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থাকে নোটিস দিয়ে জবাব তলব করল সুপ্রিম কোর্ট। যদিও কাউন্সেলিং বন্ধ রাখার আর্জি খারিজ। নিট বাতিল করতে চেয়ে সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের হয়েছে। তেমনই একটি মামলার শুনানি ছিল মঙ্গলবার, শীর্ষ আদালতের বিচারপতি বিক্রম নাথ এবং আহসানুদ্দিন আমানুল্লার অবকাশকালীন বেঞ্চে। ৮ জুলাই মামলার পরবর্তী শুনানি।
মামলার শুনানিতে বিচারপতি আমানুল্লা এনটিএ-র আইনজীবীর উদ্দেশে বলেন, যেহেতু আপনারা পরীক্ষা নিয়েছেন, তাই সেটা পবিত্র, এটা এমন সহজ নয়। পরীক্ষার পবিত্রতা কোথাও একটা প্রভাবিত হয়েছে। আমরা তার জবাব চাই। ১৭ মে এই পরীক্ষা নিয়ে হওয়া অন্য একটি মামলায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নোটিশ জারি করেছিল। সেই মামলার শুনানি ৮ জুলাই। এই মামলাটিরও সেদিন শুনানি হতে পারে। জানান এনটিএ-এর আইনজীবী। মামলাকারীদের আইনজীবী কাউন্সেলিং বন্ধ রাখার আবেদন করলেও বেঞ্চ সেই আর্জি খারিজ করেছে।
আরও পড়ুন: দিনহাটায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মী