নিউইয়র্ক: সোমবার দক্ষিণ আফ্রিকার (RSA) কাছে মাত্র চার উইকেটে হেরেছে বাংলাদেশ (Bangladesh)। একদিকে যেমন টাইগাররা ট্রোল হচ্ছে, একই সঙ্গে তুমুল বিতর্ক শুরু হয়েছে আম্পায়ারের এক সিদ্ধান্ত নিয়ে। সোশ্যাল মিডিয়ায় বলাবলি চলছে, আম্পায়ারের ভুল সিদ্ধান্তের জন্য বাংলাদেশ হেরেছে। আরও সঠিকভাবে বললে ডিআরএস (DRS) নিয়মের ফাঁকফোকরের জন্য এই অবস্থা। কেউ কেউ বলছেন, বাংলাদেশের সঙ্গে দিনে ডাকাতি হয়েছে।
ঠিক কী ঘটেছিল?
আরও পড়ুন: পুরো দলটাকেই বদলানো উচিত! পাক-ভরাডুবিতে ক্ষুব্ধ আক্রম
Mahmudullah was wrongly given out LBW, the ball went for four leg byes. The decision was reversed on DRS. Bangladesh didn’t get the 4 runs as ball is dead once batter given out, even if wrongly. And SA ended up winning the game by 4 runs. Feel for Bangladesh fans. #SAvBAN #T20WC
— Wasim Jaffer (@WasimJaffer14) June 10, 2024
বাংলাদেশের ইনিংসের তখন ১৬ ওভার শেষ হয়েছে। বাকি ২৪ বলে জিততে চাই ২৭ রান। ক্রিজে দুই সেট ব্যাটার মাহমুদুল্লাহ (Mahmudullah) এবং তৌহিদ হৃদয় (Towhid Hriday)। ১৭তম ওভার করতে আসেন প্রোটিয়া পেসার ওটনিল বার্টম্যান। ওভারের দ্বিতীয় বল লেগসাইডে ফ্লিক করার চেষ্টা করেন মাহমুদুল্লাহ। কিন্তু ব্যাটে-বলে হয়নি, বল প্যাডে ঘষা লেগে ফাইন লেগ বাউন্ডারি পেরিয়ে যায়।
Mahmudullah was wrongly given out LBW, the ball went for four leg byes. The decision was reversed on DRS. Bangladesh didn’t get the 4 runs as ball is dead once batter given out, even if wrongly. And SA ended up winning the game by 4 runs. Feel for Bangladesh fans. #SAvBAN #T20WC
— Wasim Jaffer (@WasimJaffer14) June 10, 2024
দক্ষিণ আফ্রিকানরা আউটের আবেদন করলে মাঠের আম্পায়ার আউট দিয়ে দেন। ক্রিকেটের নিয়মানুযায়ী, আউট সিদ্ধান্ত হলে বলটিকে ‘ডেড বল’ (Dead Ball) ঘোষণা করা হবে আর আউট না হলে লেগ বাই রান হবে। এবার, মাহমুদুল্লাহ রিভিউ নিলে দেখা যায় তিনি আউট নন, ফলে মাঠের আম্পায়ার সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন। কিন্তু বল ডেডই থেকে যায়, মূল্যবান চারটি রান থেকে বঞ্চিত হয় বাংলাদেশ, ঠিক যে ব্যবধানের তারা হারল।
প্রাক্তন ভারতীয় ব্যাটার ওয়াসিম জাফর (Wasim Jaffer) বলছেন, বিষয়টা খুবই দুর্ভাগ্যজনক। বাংলাদেশের সমর্থকদের জন্য তাঁর খারাপ লাগছে। নেটপাড়ায় সবাই এর থেকে অনেক বেশি আক্রমণাত্মক। কেউ বলছেন ডেড বল নিয়মটাই এবার নতুন করে খতিয়ে দেখা উচিত। মাঠের আম্পায়ার কীভাবে ওটা আউট দিলেন তা নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন অনেকে।
দেখুন অন্য খবর: