কলকাতা: পাকিস্তানের (Pakistan) ক্রিকেটারদের উপর তুমুল ক্ষুব্ধ হলেন কিংবদন্তি প্রাক্তন পেসার ওয়াসিম আক্রম (Wasim Akram)। রবিবার ভারতকে ১১৯ রানে অল আউট করে দিয়েছিলেন পাক বোলাররা। ১২০ তাড়া করতে নেমে জেতার জায়গা থেকে ১১৩ রানে থেমে যান বাবর আজম (Babar Azam), মহম্মদ রিজওয়ানরা (Mohammad Rizwan)। এতেই চটেছেন আক্রম, তিনি বলছেন, কোচদের রেখে দিয়ে গোটা দলটাকেই বদলে ফেলা হোক।
ভারতের কাছে হারের পর সুলতান অফ সুইং বলেন, “ইফতিকার আহমেদ (Iftikar Ahmed) একটাই শট জানে, লেগের দিকে মারা। অনেক দিন হল দলের সঙ্গে আছে ও, কিন্তু কী করে ব্যাট করতে হয় জানে না। ফখর জামানকে গিয়ে আমি গেম অ্যাওয়ারনেস শেখাতে পারি না। পাকিস্তানি খেলোয়াড়রা জানে, ওরা যদি ভালো না খেলে ছাঁটাই হবে কোচ, ওদের কিছুই হবে না। সময় এসেছে কোচদের রেখে পুরো দলটাই বদলে ফেলার।”
আরও পড়ুন: পাকিস্তান কি বিশ্বকাপ থেকে ছিটকেই গেল?
১২০ ছোট্ট টার্গেট তাড়া করতে গিয়ে বিপর্যয়ের অন্যতম কারণ ভুল সময়ে রিজওয়ানের আউট হওয়া। ম্যাচটা তিনিই জেতাতে পারতেন, কিন্তু আউট হওয়ায় ম্যাচে ফেরে ভারত। অনেকেই বলছেন, রিজওয়ানের আউটটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। পাক উইকেটকিপার-ব্যাটারকে নিয়েও বিষোদগার করেছেন আক্রম।
তিনি বলেন, “ওরা ১০ বছর ধরে ক্রিকেট খেলছে, আমি কী শেখাব। রিজওয়ানের কোনও গেম অ্যাওয়ারনেস নেই। ওর জানা উচিত ছিল যে বুমরাকে (Jasprit Bumrah) বল দেওয়া হয়েছিল উইকেট তোলার জন্য। বুদ্ধিমানের কাজ ছিল ওর ডেলিভারিগুলো সতর্কভাবে খেলে দেওয়া। কিন্তু রিজওয়ান বড় শট মারতে গিয়ে উইকেট দিল।”
দেখুন অন্য খবর: