skip to content

skip to content
HomeScrollকলেজের হস্টেলে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার

কলেজের হস্টেলে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার

শহরে পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু

Follow Us :

কলকাতা: ফের শহরে পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু। বুধবার আনন্দপুরের (Anandapur) একটি কলেজের হস্টেলে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। নিহত ওই ছাত্রীর নাম শাবানা, ঝাড়খণ্ডের বোকারোর (Bokaro, Jharkhand) বাসিন্দা। বুধবার সকালে হস্টেল থেকে থেকে ওই ছাত্রীর দেহ উদ্ধার হয়। আনন্দপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মঘাতী হয়েছেন তরুণী।

সূত্রের খবর, হেরিটেজ কলেজে (Heritage College, Anandapur) বিএ অনার্সের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন শাবানা। বুধবার সকাল সাড়ে ৮ টা নাগাদ পুলিশ ওই বেসরকারি কলেজের হস্টেল থেকে তাঁর দেহ উদ্ধার করেছে। সহপাঠীরা ছুটিতে থাকায় ওই ছাত্রী একাই ছিল হোস্টেলে। এদিন সকালে অনেকক্ষণ ধরে ডাকাডাকি করার পর দরজা না খোলায় পুলিশে খবর দেওয়া হয়। এরপর পুলিশ এসে দরজা ভেঙে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করে।

আরও পড়ুন: হাওড়াগামী এক্সপ্রেস ট্রেনে আগুন, ছড়াল আতঙ্ক

আত্মহত্যা নাকি খুন করা হয়েছে ওই ছাত্রীকে তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ। মৃত্যুর কারণ খুঁজতে তরুণীর মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে কল রেকর্ড, মেসেজ খতিয়ে দেখা হচ্ছে। ছাত্রীর মৃত্যুর পিছনে র‍্যাগিংয়ের ঘটনা জড়িত রয়েছে কিনা সেবিষয়েও তদন্ত শুরু করেছে আনন্দপুর থানার পুলিশ। তরুণীর পরিবারের সঙ্গেও কথা বলছে পুলিশ।

আরও অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular