
কলকাতা: বিশ্ব দাবায় ইতিহাস গড়লেন এক ভারতীয়। ১৭ বছরের গুকেশ ডোম্মারাজু (D Gukesh) বিশ্ব চ্যাম্পিয়নকে (World Chess Champion) চ্যালেঞ্জ জানানোর যোগ্যতা অর্জন করলেন। তিনিই বিশ্বের কনিষ্ঠতম হিসাবে এই কৃতিত্ব অর্জন করলেন। কানাডার টরন্টোয় ক্যান্ডিডেটস দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার সঙ্গে সঙ্গে এই কৃতিত্ব অর্জন করেন গুকেশ। ১৪ রাউন্ডের প্রতিযোগিতার পর ভারতীয় সময় সোমবার ভোরে চ্যাম্পিয়ন হন গুকেশ। বিশ্ব চ্যাম্পিয়ন ডিং লিরেনকে এই বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে চ্যালেঞ্জ জানাবেন তিনি।
টরেন্টোর গ্রেট হলে আয়োজিত এই বিশ্ব দাবার আসরে শনিবার ভারতীয় এই তারকা হারিয়েছিলেন ফ্রান্সের আলিরেজা ফিরউজাকে। শেষ রাউন্ডে কালো ঘুঁটি নিয়ে গুকেশ ড্র করেন আমেরিকার গ্র্যান্ডমাস্টার হিকারু নাকামুরার সঙ্গে। গুকেশের চ্যাম্পিয়ন হওয়ার জন্য ড্রই দরকার ছিল। গুকেশ চ্যাম্পিয়ন হওয়ায় আলোড়ন পড়ে গিয়েছে বিশ্ব দাবা মহলে। চ্যাম্পিয়ন হওয়ার পর তাঁকে সবাই তাঁকে অভিনন্দন জানান।
আরও পড়ুন: বুধবার থেকে বাড়বে তাপমাত্রা, সপ্তাহান্তে তীব্র তাপপ্রবাহের ইঙ্গিত দক্ষিণবঙ্গে
চিনের লিরেনকে হারাতে পারলে কনিষ্ঠতম হিসাবে বিশ্বচ্যাম্পিয়ন হবেন গুকেশ। এই রেকর্ড রয়েছে ম্যাগনাস কার্লসেন এবং গ্যারি কাসপরভের। দু’জনেই ২২ বছর বয়সে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন। ক্যান্ডিডেটস দাবায় চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে ৮৮,৫০০ ইউরো ভারতীয় মুদ্রায় তা প্রায় ৭৮.৫০ লক্ষ টাকা পুরস্কার মূল্য পেয়েছেন গুকেশ।