Placeholder canvas

Placeholder canvas
Homeটক অন ফ্যাক্টসTalk on Facts | Qwerty Keypad | কি-বোর্ডে এ বি সি ডি...

Talk on Facts | Qwerty Keypad | কি-বোর্ডে এ বি সি ডি কেন পাশাপাশি থাকে না? 

Follow Us :

কীরকম লাগছে, একটু অবাক হচ্ছেন আর আনন্দও হচ্ছে তো? কিন্তু সেগুলো কমেন্ট করে জানাতে হবে তো। আচ্ছা কমেন্ট করতে গেলে আপনাকে নয় মোবাইলে (Mobile) টাইপ করতে হবে অথবা কি-বোর্ডে (Keyboard) টাইপ করতে হবে। তা এই যে আপনি টাইপ করবেন অক্ষরগুলো পরপর কেন থাকে না কখনও ভেবে দেখেছেন? আসলে কম্পিউটারের (Computer) এই টাইপিং-এর জনক একজন টাইপরাইটার (Typewritter)। টাইপরাইটারের কি-বোর্ডের আদলে তৈরি করা হয়েছে কম্পিউটারের কি-বোর্ড। আর একই আদলে আবার তৈরি হয়েছে স্মার্টফোনের কি-প্যাডও।

কি-বোর্ডে অক্ষর কেন পাশাপাশি থাকে না?

আরও পড়ুন: Talk on Facts | স্টেশনের নামের সঙ্গে কেন জংশন, সেন্ট্রাল? রহস্য কী?  

১৮৭৪ সালে কি-বোর্ড বিন্যাস তৈরি করেছিলেন ক্রিস্টোফার ল্যাথাম শোলস। যা শুরু হয় Q–W–E–R–T–Y মাত্র এই ৬টি অক্ষর দিয়ে। এর জন্য একে কোয়েরটি কি-বোর্ড বলা হয়ে থাকে। ওই অক্ষর বিন্যাসকে সেই সময়ে বলা হত রেমিংটন ওয়ান (Remington One)। কি-বোর্ড আবিষ্কারের সময় টাইপরাইটার ছিল একটি মেকানিকাল ডিভাইস। ফলে পাশাপাশি অক্ষর থাকলে জ্যাম হওয়ার সম্ভাবনা ছিল A-B-C-D পাশাপাশি থাকলে, লেখার ক্ষেত্রে আমাদের খুব সমস্যা হত। আমাদের হাতের আঙুল ব্যথা হয়ে যেত কাজ করতে করতে। অক্ষর বিন্যাস এলোমেলো বলেই আমরা অনেকক্ষণ ধরে কাজ করতে পারি।

তাই এবার তাহলে কমেন্ট করার জন্য কি-বোর্ডটা ব্যবহার করুন। এই ফ্যাক্ট জানার পর আপনার কিন্তু লিখতেও ভালো লাগবে, কী তাই তো? তাহলে আজ এ পর্যন্তই।
আর টক অন ফ্যাক্টস দেখতে চোখ থাকুক কলকাতা টিভি অনলাইন, ইউটিউব, ২টো ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম আর এই শো-এর ডিজিটাল ব্রডকাস্ট পার্টনার ডেইলি হান্টে।  

 

RELATED ARTICLES

Most Popular