Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাAmit Shah in Bengal | রবীন্দ্র জয়ন্তীতে রাজ্যে শাহ! দিনভর ঠাসা কর্মসূচি,...

Amit Shah in Bengal | রবীন্দ্র জয়ন্তীতে রাজ্যে শাহ! দিনভর ঠাসা কর্মসূচি, বিকেলে মাতবেন ‘খোলা হাওয়া’য় 

Follow Us :

কলকাতা: রবীন্দ্র জয়ন্তীর আগের রাতে শহরে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার রাতে কলকাতা বিমানবন্দরের নামেন তিনি। তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল, রাহুল সিনহা-সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। মূলত রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতেই রাজ্যে এসেছেন শাহ। বাংলায় আসার আগে সোমবার রাতেই টুইট‌ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রত্যেক প্রজন্মের কাছে কবিগুরু রবীন্দ্রনাথের লেখনী কতটা গুরুত্বপূর্ণ তা লেখেন তিনি। রবীন্দ্র জয়ন্তীর দিন, অর্থাৎ মঙ্গলবার ঠাসা কর্মসূচি রয়েছে শাহের। তবে রাজনৈতিক কোনও সভা নেই তাঁর।

জানা গিয়েছে, সকাল সাড়ে দশটা নাগাদ জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে যাবেন শাহ। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি দেবেন। এরপর দুপুর ১২ টায় উত্তর ২৪ পরগনার আইসিপি পেট্রাপোলে যাবেন। সেখানে ভারতের স্থলবন্দর কর্তৃপক্ষ এবং বিএসএফের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন এবং উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিকেল চারটে নাগাদ কলকাতার সায়েন্স সিটিতে পূর্ণাঙ্গ ডোম চলচ্চিত্র ‘লুমিনারি অফ বেঙ্গল’-এর মুক্তি এবং বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন। এরপরেই বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বহু চর্চিত ‘খোলা হাওয়া’য় রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দেবেন শাহ। সেই অনুষ্ঠানে অংশ নেবেন তনুশ্রী শঙ্কর, সোমলতা আচার্য, ঋতুপর্ণা সেনগুপ্ত, চন্দ্রিমা রায়, উজান মুখোপাধ্যায়ের মতো জনপ্রিয় কলাকুশলীরা।

আরও পড়ুন: Cattle Smuggling Case | গরু পাচার-কাণ্ডে আরও গ্রেফতার হবে, জানাল ইডি

শাহি-সফর নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘মঙ্গলবার প্রথমে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানাবেন তিনি। তারপর ওঁর কিছু সরকারি অনুষ্ঠান আছে। বিএসএফের সেই অনুষ্ঠানে যোগ দেবেন। সন্ধেয় রবীন্দ্র জয়ন্তী উদযাপনে থাকবেন তিনি। যোগ দেবেন সংস্কৃতি মন্ত্রকের অনুষ্ঠানেও।’ এই নিয়ে রাজ্যসভার প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্ত বলেন, ‘কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির সংবেদনশীলতা ও ব্যক্তিত্বকে রূপ দিয়েছেন। বাংলার সাহিত্য, শিল্প ও সংস্কৃতিতে তাঁর অবদান অপরিসীম। শ্রী অমিত শাহ এবং শ্রী জি কিষান রেড্ডি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি জমকালো উদযাপনে যোগদানের জন্য খোলা হাওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন। শ্রী শাহ আধুনিক ভারতীয় চিন্তাধারার উপর কবিগুরুর প্রভাব নিয়ে বক্তৃতা দেবেন। অনুষ্ঠানটিকে দেশের সংস্কৃতি মন্ত্রক ‘আজাদী কা অমৃত মহোৎসব’ উদযাপনের অংশ হিসাবে স্বীকৃতি দিচ্ছে।’

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
ধর্মযুদ্ধে রণহুঙ্কার | পিএম কেয়ারের টাকা কোথায় গেল? প্রশ্ন তুললেন মমতা
05:14
Video thumbnail
ধর্মযুদ্ধের দামামা | সন্দেশখালি নিয়ে দিল্লিতে তোপ সাগরিকার
12:48
Video thumbnail
ধর্মযুদ্ধে মুখোমুখি | তৃণমূলের আমলে একাধিক দুর্নীতি: ভাস্কর সরকার
06:55
Video thumbnail
Jelar Saradin | দেখে নিন জেলার সারাদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি...
12:41
Video thumbnail
৪ টেয় চারদিক | রাজভবনে শ্লীলতাহানির অভিযোগ, পুলিশি তদন্তের এক্তিয়ার নিয়ে প্রশ্ন রাজ্যপালের
34:56
Video thumbnail
Sandeshkhali | অবিলম্বে গঙ্গাধর কয়ালকে গ্রেফতারের দাবি কুণাল ঘোষের
04:52
Video thumbnail
Sandeshkhali Viral Video | গঙ্গাধরকে ফাঁসানো হয়েছে, দাবি বিজেপি কর্মীদের
10:28
Video thumbnail
Mitali Bagh | আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগের গাড়িতে ভাঙচুর, অভিযুক্ত বিজেপি বলছে, জনরোষ!
08:16
Video thumbnail
Abhishek Banerjee | মহুয়া মৈত্রের সমর্থনে কৃষ্ণনগরের কালীগঞ্জে অভিষেকের প্রচার
21:17
Video thumbnail
আমার শহর (Amar Sahar) | গরমে হিট শশা মাখা! ভিড় জমাচ্ছেন পথচলতি মানুষ
02:15