Placeholder canvas

Placeholder canvas
Homeআন্তর্জাতিকGreen Comet: ৫০ হাজার বছর পর ফিরে আসছে সবুজ ধূমকেতু, কবে দেখা...

Green Comet: ৫০ হাজার বছর পর ফিরে আসছে সবুজ ধূমকেতু, কবে দেখা যাবে জেনে নিন 

Follow Us :

৫০ হাজার বছর পর পৃথিবীর কাছাকাছি আসছে সবুজ ধূমকেতু (Green Comet)। কিছুদিন আগেই তাকে আবিষ্কার করেছিলেন জ্যোতির্বিজ্ঞানীরা (Astronemers)। জানা গিয়েছে, সি২/২০২২ ই৩ (C2/2022 E3) নামধারী এই ধূমকেতু পৃথিবীর সবথেকে কাছাকাছি আসবে ২ ফেব্রুয়ারি। প্রসঙ্গত, গত বছরের মার্চ মাসে একে খুঁজে পান আমেরিকার জিকি ট্রানসিয়েন্ট ফেসিলিটির (ZTF) বিজ্ঞানীরা। নাসা (NASA) জানিয়েছে, টেলিস্কোপ এবং দূরবীনে সবুজ ধূমকেতুকে দেখা তো যাবেই, রাতের আকাশ পরিষ্কার থাকলে খালি চোখেও দেখা যাবে। কমেটটি সবুজ রঙের এবং ঝাঁটার মতো লেজে সাদা আলো দেখা যাবে। 

জানুয়ারির মাঝামাঝি সময়ে সূর্যের কাছে ছিল সে, এখন সরে আসছে পৃথিবীর দিকে। জেডটিএফ-এর (ZTF) দুই প্রিন্সিপাল ইনভেস্টিগেটররা হলেন টম প্রিন্স এবং ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ডের মাইকেল কেলি। কেলি বলেন, ধূমকেতুর কক্ষপথ দেখে বোঝা যাচ্ছে, এটি আমাদের সৌরজগতের শেষ কোণে থাকা উর্ট ক্লাউড (Oort Cloud) থেকে এসেছে। এই উর্ট ক্লাউড হল প্লুটোরও (Pluto) পিছনে অবস্থিত কোটি কোটি ধূমকেতু, গ্রহাণুর আবাসস্থল। 

আরও পড়ুন: Earth Rotation: উল্টো দিকে ঘুরতে শুরু করেছে পৃথিবীর কেন্দ্রস্থল! কী হবে তাহলে?   

এই উর্ট ক্লাউডকে সৌরজগতের দূরতম অঞ্চল এবং ধূমকেতুদের বাড়ি বলে আখ্যা দিয়েছে নাসা। এদিকে এক নামী আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে সবুজ ধূমকেতুটি এখন পৃথিবী থেকে ২.৫ আলোক-মিনিট দূরে আছে, যার অর্থ ২.৭ কোটি মাইল দূরে। নাসা জানিয়েছে, সবুজ ধূমকেতু যদি তার এখনকার মতো ঔজ্জ্বল্য ধরে রাখে তাহলে টেলিস্কোপ এবং দূরবীনে দেখা তো যাবেই, এমনকী রাতের আকাশ পরিষ্কার থাকলে খালি চোখেও দেখা যাবে। 

উত্তর গোলার্ধের (Northern Hemisphere) মানুষ একে জানুয়ারি মাসের শেষে ভোরবেলা দেখতে পারবেন, দক্ষিণ গোলার্ধ (Southern Hemisphere) থেকে দেখা যাবে রাতের আকাশে এবং ফেব্রুয়ারি মাসে। ভারত থেকে যাঁরা দেখবেন তাঁদের উত্তর-পশ্চিম আকাশের দিকে তাকাতে হবে। দিগন্তরেখার সঙ্গে ১৬ ডিগ্রি কোণ করে অবস্থান করবে সবুজ ধূমকেতু। তবে বাড়িঘরের আলো এবং রাস্তার আলোর দাপটে ভারত থেকে খালি চোখে দেখা মুশকিল হবে।   

    

RELATED ARTICLES

Most Popular