Placeholder canvas

Placeholder canvas
Homeআন্তর্জাতিকগিলানির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পাকিস্তানে

গিলানির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পাকিস্তানে

Follow Us :

ইসলামাবাদ: শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন হুরিয়ত নেতা সৈয়দ আলি শাহ গিলানি(Syed Ali Shah Geelani)। সরকারি ভাবে যিনি ছিলেন ভারতের নাগরিক। যদিও নিজেকে মনে প্রাণে পাকিস্তানী মনে করতেন কাশ্মীরের এই বিচ্ছিন্নতাবাদী নেতা। সেই হুরিয়ত নেতার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন করবে পাকিস্তান(Pakistan)।

চলতি সপ্তাহের বুধবার সন্ধ্যার দিকে প্রয়াত হয়েছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। জামাত-ই ইসলামি কাশ্মীরের সদস্য ছিলেন এই গিলানি। কাশ্মীরের পাকিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নিয়ে গড়েছিলেন তেহরিক-ই-হুরিয়ত। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান(Imran Khan)।

টুইট করে সেই শোকবার্তা জানিয়েছেন ইমরান। যেখানে তিনি লিখেছেন, “কাশ্মীরের মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গিলানির মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তিনি কাশ্মীরের স্বাধীনতা এবং অধিকারের জন্য সারা জীবন সংগ্রাম করেছেন। দখলদার ভারতীয় রাজ্যের দ্বারা তিনি কারাবরণ ও নির্যাতনের শিকার হন কিন্তু দৃঢ়চেতা ছিলেন।”

আরও পড়ুন- ‘পুলিশ ডে’-তেই এল সুখবর! মার্কিন মুলুকে প্রশংসিত লালবাজারের ‘শবর পিতা’

একই সঙ্গে সমগ্র দেশবাসীর পক্ষ থেকে গিলানির পাকিস্তান প্রেমকে স্মরণ করেছেন ইমরান। টুইটারে তিনি আরও লিখেছেন, “আমরা পাকিস্তানে তার সাহসী সংগ্রামকে সালাম জানাই। এবং তার সেই বিখ্যাত উক্তি ‘আমরা পাকিস্তানী এবং পাকিস্তান আমাদের’ সর্বদা স্মরণে রাখি।” গিলানির মৃত্যুর কারণে পাকিস্তানের সকল সরকারি দফতরে ওই দেশের জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং রাষ্ট্রীয় শোক পালিত হবে বলে জানিয়েছেন ইমরান খান।

১৯২১ সালে কাশ্মীরের সীমান্ত লাগোয়া বারামুল্লা এলাকায় জন্মগ্রহণ করেছিলেন সৈয়দ আলি শাহ গিলানি। লাহোরের ওরিয়েন্টাল কলেজে লেখাপড়া করেছেন তিনি। দেশভাগের সময়ে কাশ্মীর পাকিস্তানের অঙ্গ না হওয়ার কারণে আন্দোলন শুরু করেন তিনি। ভারত সরকারের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করা হয়েছিল ২০১০ সালে।

আরও পড়ুন- মৌলিক অধিকার দিয়ে গরুকে জাতীয় পশু ঘোষণা করার প্রস্তাব আদালতের

তিন দফায় গিলানি জম্মু কাশ্মীরের বিধানসভার সদস্য হয়েছিলেন। কাশ্মীরের সপোরে কেন্দ্র থেকে ১৯৭২, ১৯৭৭ এবং ১৯8২ সালে বিধায়ক হয়েছিলেন গিলানি। হ্যাট্রিক করা বিধায়কের যথেষ্ট প্রভাব ছিল সমগ্র উপত্যকায়। কাশ্মীরে ভারতীয় সেনা অত্যাচার চালায় বলে আন্তর্জাতিক মহলে একাধিকবার অভিযোগ জানিয়েছেন এই হুরিয়ত নেতা। ২০২০ সালে তিনি হুরিয়তের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেন।

Syed Ali Shah Geelani

বুধবার শ্রীনগরের হায়দারপোরা এলাকার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তাঁর বাড়ির চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেই সঙ্গে সমগ্র উপত্যকা জুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট সংযোগ।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
ধর্মযুদ্ধে রণহুঙ্কার | পিএম কেয়ারের টাকা কোথায় গেল? প্রশ্ন তুললেন মমতা
05:14
Video thumbnail
ধর্মযুদ্ধের দামামা | সন্দেশখালি নিয়ে দিল্লিতে তোপ সাগরিকার
12:48
Video thumbnail
ধর্মযুদ্ধে মুখোমুখি | তৃণমূলের আমলে একাধিক দুর্নীতি: ভাস্কর সরকার
06:55
Video thumbnail
Jelar Saradin | দেখে নিন জেলার সারাদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি...
12:41
Video thumbnail
৪ টেয় চারদিক | রাজভবনে শ্লীলতাহানির অভিযোগ, পুলিশি তদন্তের এক্তিয়ার নিয়ে প্রশ্ন রাজ্যপালের
34:56
Video thumbnail
Sandeshkhali | অবিলম্বে গঙ্গাধর কয়ালকে গ্রেফতারের দাবি কুণাল ঘোষের
04:52
Video thumbnail
Sandeshkhali Viral Video | গঙ্গাধরকে ফাঁসানো হয়েছে, দাবি বিজেপি কর্মীদের
10:28
Video thumbnail
Mitali Bagh | আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগের গাড়িতে ভাঙচুর, অভিযুক্ত বিজেপি বলছে, জনরোষ!
08:16
Video thumbnail
Abhishek Banerjee | মহুয়া মৈত্রের সমর্থনে কৃষ্ণনগরের কালীগঞ্জে অভিষেকের প্রচার
21:17
Video thumbnail
আমার শহর (Amar Sahar) | গরমে হিট শশা মাখা! ভিড় জমাচ্ছেন পথচলতি মানুষ
02:15