Placeholder canvas

Placeholder canvas
Homeআন্তর্জাতিকআফগান নাগরিকদের স্বার্থরক্ষায় তালিবানকে 'মানবিক' হওয়ার আহ্বান রাষ্ট্রসঙ্ঘের

আফগান নাগরিকদের স্বার্থরক্ষায় তালিবানকে ‘মানবিক’ হওয়ার আহ্বান রাষ্ট্রসঙ্ঘের

Follow Us :

কলকাতা টিভি ওয়েবডেস্ক:   আশরাফ ঘানির পতনের পর  কাবুলে ক্ষমতার অলিন্দে এখন তালিবান। তাই আফগান পরিস্থিতি নিয়ে এবার গভীর উদ্বেগ প্রকাশ করল রাষ্ট্রসংঘ। সোমবার আফগানিস্তানের প্রতিটি রাজনৈতিক দল এবং বিশেষ করে তালিবানকে জনগণের স্বার্থ রক্ষা ও মানবাধিকার রক্ষায় ‘সর্বোচ্চ সংযম’ দেখানো অর্থাৎ আরও মানবিক হওয়ার  আহ্বান জানালেন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

গতকাল রবিবার বিনা লড়াইয়ে তালিবানদের কাবুল হস্তান্তর করেছে আশরাফ ঘানি সরকার। তারপর দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন প্রেসিডেন্ট।

তারপরেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। ঘর ছাড়া হয়েছে অসংখ্য মানুষ। ‌ দেশজুড়ে চলছে অবাধ লুণ্ঠন। তালেবানদের হাতে নিগৃহীত হতে হচ্ছে মহিলাদের। এই ধরনের একাধিক মানবাধিকার লঙ্ঘনকারী রিপোর্ট হাতে এসেছে রাষ্ট্রসঙ্ঘের। যার প্রেক্ষিতে আফগানিস্তানের নারী ও শিশু কন্যাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করল রাষ্ট্র সংঘ।  এই উদ্বেগের থেকেই তিনি স্পষ্ট জানান আগামী দিনে মানবাধিকার ও বিশেষ করে নারী সুরক্ষা অধিকার রক্ষায় কাজ করতে হবে তালিবানকে। সেই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকারের আইন মেনে প্রতিটি নাগরিকের মানবাধিকার রক্ষার করার আহ্বান জানিয়েছেন মহাসচিব।

আরও পড়ুন: তালিবানদের সমর্থনে কথা বলে বিতর্কে জড়ালেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান

 

সেই সঙ্গে তিনি আরও বলেন আফগানরা গর্বিত নাগরিক। প্রজন্ম ধরে তারা যুদ্ধ লড়াইয়ের মধ্যে দিয়ে বড় হয়েছে। তারা আমাদের সমস্ত সমর্থন পাবে। আফগানিস্তানের নাগরিকদের আমরা কখনই প্রত্যাখ্যান করতে পারব না। এদিন এমনটাই জানিয়েছেন মহাসচিব আন্তোনিও গুতেরেস।

উল্লেখ্য আফগানিস্তানে দখল নেওয়ার পর সোমবার মোল্লা শিরিন কাবুল প্রদেশের নয়া তালিবান গভর্নর নিযুক্ত হয়েছেন।

অন্যদিকে,সোমবার তালিবানের প্রাণভয়ে দেশ ছাড়তে হাজার হাজার মানুষের সমাগম হয় কাবুল বিমানবন্দরে৷ মানুষের ভিড়ে বিমানবন্দর জুড়ে তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতির৷ ভিড় নিয়ন্ত্রণে গুলি পর্যন্ত চলেছে৷ তাতে মৃত্যু হয়েছে পাঁচ জনের৷ আহত হয়েছেন অনেকে৷ তার পরই আফগানিস্তানের স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রকের তরফে যৌথ বিবৃতিতে জানানো হয়, কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে ছিল মার্কিন সেনা৷ অর্থাৎ বিমানবন্দরে গুলি চালানোর দায় মার্কিন সেনার ঘাড়েই চাপিয়েছে আফগানিস্তান৷

আরও পড়ুন:  কাবুল বিমান বন্দরের বাইরে দুজনকে গুলি করে মারল মার্কিন সেনা জানাল পেন্টগন

অন্যদিকে, আফগান পরিস্থিতি নিয়ে হোয়াইট হাউজে বক্তৃতা  রাখবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। টুইট মারফত এদিন এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

এমন পরিস্থিতিতে আফগান নাগরিকদের প্রতি কে কতটা ‘সংযম’ দেখাতে পারবে তা নিয়ে দেখা দিয়েছে সন্দেহ। রাষ্ট্রসংঘ যাই বলুক, তালিবান শাসিত আফগানিস্তানের নারী সুরক্ষা আগামী দিনে আরও ভয়াবহ হবে বলেই মনে করছে আন্তর্জাতিক কূটনৈতিক মহল।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
MD Selim | সেলিমের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ, অ্যাকশন টেকেন রিপোর্ট তলব কমিশনের
01:53
Video thumbnail
Loksabha Election 2024 | লোকসভা নির্বাচনের তৃতীয় দফা আজ, দেশের মোট ৯৩ আসনে ভোট
08:43
Video thumbnail
SSC Scam | 'সুপার নিউমেরিক পদ তৈরি অযৌক্তিক ছিল না', সুপ্রিম কোর্টে সওয়াল রাজ্যের
02:24
Video thumbnail
Loksabha Election 2024 | জঙ্গিপুরের রঘুনাথগঞ্জে বুথে উত্তেজনা, বিস্ফোরক বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ
03:05
Video thumbnail
Loksabha Election 2024 | মুর্শিদাবাদের লোচনপুরে তুলকালাম, মহম্মদ সেলিমকে গো ব্যাক স্লোগান
02:12
Video thumbnail
Loksabha Election 2024 | আজ তৃতীয় দফার ভোট, গণতন্ত্রের মহাউৎসবে মেতেছে সকলে
04:02
Video thumbnail
Loksabha Election 2024 | সকাল ৯টা পর্যন্ত মালদহ উত্তরে ভোট পড়েছে ১৫.৩৩%
07:29
Video thumbnail
Loksabha Election 2024 | জঙ্গিপুরে বুথে উত্তেজনা, TMCকর্মীর সঙ্গে কথা কাটাকাটি বিজেপি প্রার্থীর
04:56
Video thumbnail
Loksabha Election | ভোট দিতে যাওয়ার সময় ভোগবানগোলায় কংগ্রেস কর্মীদের মারধরের অভিযোগ TMCর বিরুদ্ধে
12:26
Video thumbnail
Loksabha Election 2024 | মুর্শিদাবাদের ৬১ নম্বর বুথে ঝামেলা, BJPর এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ
02:21