Placeholder canvas

Placeholder canvas
HomeScrollচোটে জর্জরিত ম্যান ইউয়ের আজ কঠিন লড়াই
Manchester United

চোটে জর্জরিত ম্যান ইউয়ের আজ কঠিন লড়াই

এ ম্যাচে কোনও সেন্টার ব্যাক ছাড়াই খেলতে হবে ম্যান ইউকে

Follow Us :

লন্ডন: প্রিমিয়ার লিগের (Premier League) খেতাবি দৌড়ে নেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। এমনকী প্রথম চারে শেষ করারও সম্ভাবনা নেই ঐতিহ্যশালী ক্লাবটির। এই মুহূর্তে আট নম্বরে রয়েছে তারা। কোচ এরিক টেন হাগের (Erik Ten Hag) লক্ষ্য, অন্তত প্রথম ছয়ে থেকে পরের মরসুমে ইউরোপা লিগে (UEFA Europa League) খেলার যোগ্যতা অর্জন করা। আজ সেই লক্ষ্যে ক্রিস্টাল প্যালেসের (Crystal Palace) বিরুদ্ধে কঠিন লড়াই ম্যান ইউয়ের।

কঠিন লড়াই হওয়ার কারণ এক তো এ মরসুমে ওল্ড ট্রাফোর্ডের (Old Trafford) ক্লাবের ধারাবাহিকতার অভাব। এক ম্যাচে ভালো খেলার পরের ম্যাচেই ভরাডুবি হয়েছে এমন উদাহরণ ভূরি ভূরি। তার উপর এ ম্যাচে চোটের জন্য নেই নির্ভরযোগ্য ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ার (Harry Maguire)। পেশির চোটে এই মরসুম থেকেই ছিটকে গিয়েছেন তিনি। অধিনায়ক ব্রুনো ফার্নান্ডেজকে (Bruno Fernandez) নিয়েও সংশয় আছে। হাত ভেঙেছে ভেঙেছে তাঁর।

আরও পড়ুন: জিতলে গম্ভীরের কৃতিত্ব হারলে দায় শ্রেয়সের? প্রশ্ন কিংবদন্তির  

 

এ ম্যাচে কোনও সেন্টার ব্যাক ছাড়াই খেলতে হবে ম্যান ইউকে। লিসান্দ্রো মার্তিনেজ, রাফায়েল ভারানে অনেকদিন ধরেই চোটে। সদ্য অভিষেক করা উইলি কাম্বালাও নেই। পুরো সুস্থ না হওয়া জনি এভান্সকেই নামিয়ে দিতে পারেন টেন হাগ, কারণ তাঁর হাতে বিকল্প নেই। মিডফিল্ডার ক্যাসেমিরোকে আজ ফের রক্ষণে খেলাতে হবে।

এ ম্যাচে এক নতুন দৃশ্য দেখা যাবে। প্রিমিয়ার লিগে এই প্রথমবার ক্যামেরা ‘পরে’ ম্যাচ পরিচালনা করবেন রেফারি। দায়িত্বপ্রাপ্ত জারেট গিলেটের মাথায় লাগানো থাকবে ক্যামেরাটি যার নাম দেওয়া হয়েছে ‘রেফক্যাম’ (RefCam)। এই একটি ম্যাচেই পরীক্ষামূলক কাজ করবে রেফক্যাম। এর ফুটেজ লাইভ দেখানো হবে না তবে পরে ব্রডকাস্ট করা হবে। মাঠে একজন রেফারি কী দেখেন সে সম্পর্কে সম্যক ধারণা হবে সবার।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular