Placeholder canvas

Placeholder canvas
HomeScrollমমতার দিদিগিরি বরদাস্ত করব না, কলকাতায় ফিরেই হুঙ্কার রাজ্যপালের
Governor C V Ananda Bose

মমতার দিদিগিরি বরদাস্ত করব না, কলকাতায় ফিরেই হুঙ্কার রাজ্যপালের

বোসের দাদাগিরি বাংলার মানুষ মানবে না, পাল্টা জবাব তৃণমূলের

Follow Us :

কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দিদিগিরি বরদাস্ত করব না বলে হুঙ্কার ছাড়লেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Ananda Bose)। সোমবার সন্ধ্যায় কেরল (Kerala) থেকে কলকাতা বিমানবন্দরে নেমেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন রাজ্যপাল। তিনি বলেন, মুখ্যমন্ত্রী ঘৃণ্য রাজনীতি করছেন। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। শাসকদলের মুখপাত্র শান্তনু সেন বলেন, রাজ্যপাল বরং দাদগিরি করছেন। বাংলার মানুষ তাঁর এই দাদাগিরি বরদাস্ত করবে না। উনি রাজ্যপাল নন, পদ্মপাল।
গত বৃহস্পতিবার বিকেলে রাজভবনে কর্মরত এক তরুণী রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন। তা নিয়ে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। রাজ্যপাল অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন, এর পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। রাজ্যে শাসকদলের দুর্নীতি এবং হিংসার বিরুদ্ধে আমি লড়াই করছি বলে এসব করা হচ্ছে। আমার লড়াই চলবে।

আরও পড়ুন: অবশেষে স্বস্তির বৃষ্টি কলকাতায়

ওই অভিযোগ ওঠার পরদিনই রাজ্যপাল কোচি চলে যান। তৃণমূল বলে, লড়াই করার কথা বলে রাজ্যপাল পালিয়ে গেলেন। সোমবার সন্ধ্যায় তিনি কলকাতায় ফেরেন। সংবিধানে রাজ্যপাল, রাষ্ট্রপতিদের বিশেষ রক্ষাকবচ দেওয়া রয়েছে। তাঁদের বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা করা যায় না। তবু কলকাতা পুলিশ আইপিএস অফিসার ইন্দিরা মুখোপাধ্যায়ের নেতৃত্বে আট সদস্যের একটি তদন্তকারী দল গঠন করে। পুলিশ অবশ্য এটিকে তদন্তের বদলে অনুসন্ধানকারী দল বলছে।

বৃহস্পতিবার রাতেই রাজভবন এক বিবৃতি দিয়ে জানায়, কলকাতা পুলিশকে তদন্তের নামে রাজভবনে ঢুকতে দেওয়া হবে না। কলকাতা পুলিশ অবশ্য রাজভবনের তিন কর্মীকে তলব করেছিল। রাজভবনের সিসিটিভির ফুটেজও চেয়েছিল পুলিশ। কিন্তু রাজভবনের কোনও কর্মী সেই তলবে সাড়া দেননি। পুলিশকে দেওয়া হয়নি সিসিটিভির ফুটেজও। এরই মধ্যে কোচি থেকেই রাজ্যপাল রাজভবনের কর্মীদের এক বিবৃতি দিয়ে বলেন, তাঁরা যেন কলকাতা পুলিশের কোনও তলবে সাড়া না দেন এবং তাদের হাতে কোনও ফুটেজ তুলে না দেন।

আরও খবর দেখুন

 

RELATED ARTICLES

Most Popular