Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাSinger KK: কেকে-র মৃত্যু বিতর্ক, প্রেক্ষাগৃহের ভিড় গুণতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের চিন্তা...

Singer KK: কেকে-র মৃত্যু বিতর্ক, প্রেক্ষাগৃহের ভিড় গুণতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের চিন্তা কলকাতা পুলিসের

Follow Us :

কলকাতা: কেকে’র মৃত্যু থেকে শিক্ষা নিয়ে শহরের বদ্ধ অডিটোরিয়ামগুলির দর্শক সংখ্যা নিয়ন্ত্রণে একগুচ্ছ পদক্ষেপ নিতে চলেছে কলকাতা পুলিস৷ এর জন্য অডিটোরিয়ামগুলির পরিকাঠামো ব্যবস্থার আধুনিকীকরণের প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করছে লালবাজার৷ সেই পরিকাঠামো ব্যবস্থার উন্নয়নের দিকটি দেখভাল করার দায়িত্ব দেওয়া হয়েছে লালবাজারে নতুন গঠিত রিসার্চ অ্যান্ড উইংকে৷ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেয়ে তারা ইতিমধ্যে অডিটোরিয়ামগুলির ক্রাউড ম্যানেজমেন্ট নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করছে৷

কেকে-র মৃত্যুর পর নজরুল মঞ্চের অব্যবস্থা নিয়ে প্রচুর প্রশ্ন ওঠে৷ অভিযোগ, অনুষ্ঠানের দিন আসন সংখ্যার অনুপাতে অনেক বেশি মানুষ নজরুল মঞ্চে ঢুকে পড়েছিল৷ কেউ দাবি করে অনুষ্ঠানের সময় উপস্থিত ছিল সাত হাজারের বেশি মানুষ৷ আবার কারও দাবি, কেকে-র অনুষ্ঠানে তিন থেকে চার হাজার লোক ছিল৷ কিন্তু ঠিক কতজন দর্শক সেই সময় উপস্থিত ছিলেন তার সঠিক কোনও সদুত্তর পুলিস দিতে পারেনি৷

এই ঘটনার পরই নড়েচড়ে বসেন লালবাজারের কর্তারা৷ তাঁরা দফায় দফায় বৈঠক করেন৷ এরপরই অডিটোরিয়ামগুলির উদ্দেশে তাঁরা কিছু নির্দেশিকা জারি করেন৷ তাতে বলা হয়েছে, প্রত্যেক কনসার্টের আগে চূড়ান্ত ব্যবস্থাপনা করতে হবে৷ আসন সংখ্যা অনুপাতে কত টিকিট বিক্রি হয়েছে তা লালবাজারকে জানাতে হবে৷ অ্যাম্বুল্যান্স রাখতে হবে৷ নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়াতে হবে ইত্যাদি৷

কিন্তু ওই নির্দেশিকা জারির পরেও প্রশ্ন ওঠে, অডিটোরিয়ামের ভিতরে ক্রাউড ম্যানেজমেন্ট কীভাবে সম্ভব৷ সূত্রের খবর, একটি বৈঠকে এই প্রশ্ন তুলেছিলেন খোদ পুলিস কমিশনার বিনীত গোয়েল৷ তখনই রিসার্চ অ্যান্ড উইংকে বলা হয় এর সমাধানের পথ খুঁজতে৷ লালবাজার সূত্রে খবর, প্রকৃত দর্শক সংখ্যা জানার বেশ কিছু পন্থা রয়েছে৷ যেমন, সিসিটিভি ক্যামেরাতে একটি অত্যাধুনিক সফটওয়্যার বসিয়ে দিলে তার মাধ্যমে ‘হেড কাউন্ট’ করা যায়৷ এছাড়া একধরনের ম্যাট রয়েছে যেখানে পা পড়লে কাউন্টিং শুরু হয়ে যায়৷ আর রয়েছে আইআর পদ্ধতি বা ইনফ্রারেড সেন্সর৷ এটি গেটে লাগানো থাকে৷ কত মানুষ ভিতরে ঢুকছে বা কত মানুষ বাইরে বেরচ্ছে তা গুণে একদম ঠিকঠাক পরিসংখ্যান বলে দিতে পারে এই সেন্সর৷ তবে ইডেনের মতো মাঠে ভিড় গুণতে সাধারণত টিকিটে বার কোড লাগিয়ে দেওয়া হয়৷ এছাড়া স্বয়ংক্রিয় গেট বসিয়ে ভিড় নিয়ন্ত্রণ করা হয়৷ অডিটোরিয়ামের ক্ষেত্রে এগুলির কোনটি বেশি কার্যকরী হবে সেটাই খতিয়ে দেখছে রিসার্চ অ্যান্ড উইং৷ তারপর অডিটোরিয়াম কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ওই প্রযুক্তি ব্যবহারের নির্দেশ দেওয়া হবে৷

আরও পড়ুন: CBI SSC Recruitment: বাড়ি থেকে মধ্যশিক্ষা পর্ষদে ডেকে এনে সভাপতিকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Sandeshkhali | ভাইরাল ভিডিয়ো নিয়ে তৃণমূল-বিজেপি দোষারোপ, গঙ্গাধরকে ফাঁসিয়েছে তৃণমূল, দাবি স্ত্রীয়ের
03:08
Video thumbnail
Buddhadeb Bhattacharjee | সমাজমাধ্যমে উপস্থিত বুদ্ধদেব ভট্টাচার্যের এআই অবতার
03:31
Video thumbnail
Sujata Mondal Khan | মন জয় করতে টোটো চালালেন সুজাতা, আওড়ালেন 'শোলে' সিনেমার বিখ্যাত সংলাপও
01:24
Video thumbnail
Satabdi Roy | শতাব্দীকে লক্ষ্য করে 'চোর ধরো, জেলে ভরো', স্লোগান বিজেপি কর্মীদের
02:15
Video thumbnail
Good Morning Kolkata | দেখে নিন আজ সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি
13:57
Video thumbnail
আমার শহর (Amar Sahar) | গরমের থেকে খানিক স্বস্তি, স্প্রিংলারের মাধ্যমে ছেটানো হচ্ছে জল
02:14
Video thumbnail
ধর্মযুদ্ধে রণহুঙ্কার | পিএম কেয়ারের টাকা কোথায় গেল? প্রশ্ন তুললেন মমতা
05:14
Video thumbnail
ধর্মযুদ্ধের দামামা | সন্দেশখালি নিয়ে দিল্লিতে তোপ সাগরিকার
12:48
Video thumbnail
ধর্মযুদ্ধে মুখোমুখি | তৃণমূলের আমলে একাধিক দুর্নীতি: ভাস্কর সরকার
06:55
Video thumbnail
Jelar Saradin | দেখে নিন জেলার সারাদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি...
12:41