Placeholder canvas

Placeholder canvas
HomeদেশAmit Shah-Manipur | শান্তি আলোচনার জন্য মণিপুর যাচ্ছেন অমিত শাহ

Amit Shah-Manipur | শান্তি আলোচনার জন্য মণিপুর যাচ্ছেন অমিত শাহ

Follow Us :

গুয়াহাটি: হিংসা-বিধ্বস্ত মণিপুরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার তিনি মণিপুরের মানুষকে শান্ত-সংযত থাকার আবেদন করেন। বলেন, খুব শীঘ্রই তিনি উত্তর-পূর্বের এই ছোট্ট পাহাড়ি রাজ্যে যাবেন। সেখানকার সব সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথা বলবেন। দ্রুত সমস্যা সমাধানে পদক্ষেপ করবেন। গুয়াহাটিতে এক অনুষ্ঠানে শাহ বলেন, আদালতের একটি নির্দেশের পর মণিপুরে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। সব গোষ্ঠীর কাছে আমার আবেদন আপনারা শান্তি বজায় রাখুন। সকলকে সুবিচার দেওয়া হবে। কয়েকদিনের মধ্যে আমি নিজে মণিপুরে যাব, সেখানে তিনদিন থাকব এবং সব সম্প্রদায়ের সঙ্গে আলোচনায় বসব।

এদিকে, বৃহস্পতিবার সরকারি সূত্র জানিয়েছে, মণিপুরে আরও একজনের গুলিতে মৃত্যু হয়েছে। বেশ কিছু বাড়িতে অগ্নিসংযোগ ঘটেছে। এ মাসে মণিপুরে হিংসায় এ পর্যন্ত প্রায় ৭০ জনের মৃত্যু এবং কয়েক হাজার মানুষ বেঘর হয়েছেন। প্রায় ২ হাজার ঘরবাড়ি আগুনে ছাই হয়েছে। এদিকে, হিংসাদীর্ণ মণিপুর থেকে প্রায় কয়েক হাজার মানুষ প্রতিবেশী রাজ্য মিজোরামে গিয়ে আশ্রয় নিয়েছেন। উল্লেখ্য, মিজোরামে এমনিতেই মায়ানমার এবং বাংলাদেশ থেকে আসা প্রায় ৩০ হাজার উদ্বাস্তুতে ভরে গিয়েছে। তার উপর নতুন করে মণিপুরি ঘরছাড়াদের নিয়ে উদ্বিগ্ন মিজোরাম। এই অবস্থায় আইজল জেলার ডেপুটি কমিশনার জানিয়েছেন, যাঁরা এসেছেন, তাঁদের জন্য আশ্রয় ও খাদ্যের ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন: Kuno National Park | cheetah | কুনো ন্যাশনাল পার্কে মৃত্যু আরও ২ চিতা শাবকের

শাহ আরও বলেন, আদালত একটি নির্দেশ দিয়েছে। এটা নিয়ে সকলের সঙ্গে আলোচনা করা হবে। আলোচনার পরেই মণিপুর সরকার যথার্থ পদক্ষেপ নেবে। কোনও ব্যক্তি বা গোষ্ঠীর ভয় পাওয়ার কিছু নেই। মেইতেই সম্প্রদায়কে তফসিলি উপজাতিভুক্ত করার বিষয়ে কোনও সিদ্ধান্ত গ্রহণের আগে যেন অন্যান্য সম্প্রদায়ের সঙ্গেও আলোচনা করে নেয় মণিপুরের বিজেপি সরকার। প্রসঙ্গত, রাজ্যের ৫৩ শতাংশ মানুষ হচ্ছেন মেইতিই। তাঁরা ইম্ফল উপত্যকায় বসবাস করেন। জনসংখ্যার বাকি ৪০ শতাংশ হচ্ছে নাগা এবং কুকি। যাঁরা উপত্যকাকে ঘিরে থাকা পাহাড়ি অঞ্চলের বাসিন্দা।

গত ২৮ এপ্রিল মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের (Manipur Chief Minister N Biren Singh) একটি অনুষ্ঠানমঞ্চ ও উদ্বোধনস্থল আগুনে ছাই করে দেয় আদিবাসী জনগোষ্ঠীর মিলিত ফোরাম (Tribal Leaders Forum)। বিজেপি (BJP) নেতৃত্বাধীন মণিপুর সরকারের আচরণের বিরুদ্ধে এই প্রতিবাদ বলে মনে করা হচ্ছে। শুক্রবার মুখ্যমন্ত্রীর উদ্বোধন অনুষ্ঠানের মাত্র কয়েক ঘণ্টা আগে চেয়ার, মঞ্চ, সাজসজ্জা সব কিছু ভেঙে তছনছ করে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে প্রায় সমস্ত আয়োজন পুড়ে ছাই হয়ে যায়। দুপুরে রাজ্যের চূড়াচন্দপুর জেলায় একটি জিম ও ক্রীড়া কেন্দ্রের (Gym-cum-Sports Facility) উদ্বোধন করার ছিল বিজেপি মুখ্যমন্ত্রীর।

আদিবাসী ফোরামের অভিযোগ, বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার সংরক্ষিত বনাঞ্চল (Reserved and Protected Forest) এবং জলাভূমি (Wetlands) সমীক্ষা করছে। যা নিয়ে প্রবল ক্ষোভ ছড়িয়েছে আদিবাসীদের মধ্যে। এমনকী ফোরামের এও অভিযোগ যে, সম্প্রতি রাজ্য সরকার গির্জা ভেঙে দিচ্ছে। সম্প্রতি এরকম কয়েকটি গির্জা ভেঙে দেওয়া হয়েছে বলেও ক্ষোভের আগুন জ্বলে উঠেছে আদিবাসী ফোরামের মধ্যে।

আদিবাসী ফোরামের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, সরকারের বিরুদ্ধে তাদের অসহযোগ আন্দোলন চলবে। সরকারের সমস্ত অনুষ্ঠান বানচাল করে দেবে তারা। উল্লেখ্য, ফোরামের এই আন্দোলনকে কুকি স্টুডেন্টস অর্গানাইজেশন (Kuki Students Organisation) সমর্থন করেছে। তাদের অভিযোগ, আদিবাসীদের প্রতি বিজেপি সরকার বিমাতৃসুলভ আচরণ করছে। এই মাসের গোড়ার দিকে সরকার অবৈধভাবে নির্মাণের দায়ে তিনটি গির্জা ভেঙে দেওয়ায় ভিতরে ভিতরে ফুসছিল আদিবাসী জনগোষ্ঠীর মানুষ।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Politics | পলিটিক্স (30 April, 2024)
17:13
Video thumbnail
বাংলা বলছে (Bangla Bolche) | হিসেব দিইনি, প্রমাণ দিন, শাহকে তোপ মমতার
53:19
Video thumbnail
নারদ নারদ | গঙ্গা ভাঙনে অব্যাহত শাসক-বিরোধী তরজা, জঙ্গিপুরের সভায় কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর
16:26
Video thumbnail
সেরা ১০ | শহরে তাপমাত্রার নয়া রেকর্ড, মধ্য কলকাতায় তাপপ্রবাহে মৃত্যু এক যুবকের
16:31
Video thumbnail
ধর্মযুদ্ধে রণহুঙ্কার | সিপিএম এর বড় বন্ধু বিজেপি : মমতা বন্দ্যোপাধ্যায়
05:14
Video thumbnail
District Top News | দেখে নিন আজকের জেলার গুরুত্বপূর্ণ
13:02
Video thumbnail
ধর্মযুদ্ধের দামামা | রেভান্না ইস্যুতে কড়া অবস্থান শাহের
11:48
Video thumbnail
Weather | কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস, ৫ মে-র আগে বৃষ্টির সম্ভাবনা নেই
06:33
Video thumbnail
Partha Chatterjee | ইডির মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ হাইকোর্টে
04:45
Video thumbnail
Rajbhaban-Indian Museum | রাজভবন-জাদুঘর-নবান্নে নাশকতার ছক! হুমকি দিয়ে ইমেল, তদন্তে লালবাজার
02:08