Placeholder canvas

Placeholder canvas
HomeScrollগরম থেকে বাঁচতে রয়েল বেঙ্গলদের জন্য রয়েল অ্যারেঞ্জমেন্ট...
Jharkhali Tiger Rehabilitation Centre

গরম থেকে বাঁচতে রয়েল বেঙ্গলদের জন্য রয়েল অ্যারেঞ্জমেন্ট…

শরীরকে ঠান্ডা রাখতে বাঘেদের জন্য বাথ টাব তৈরি করা হচ্ছে

Follow Us :

ঝড়খালি: গত কয়েকদিনের তীব্র গরমে কার্যত নাজেহাল সাধারণ মানুষ। মঙ্গলবার কলকাতার তাপমাত্রা ছুঁল ৪৩ (Temperature Kolkata Touched 43) ডিগ্রি। গত ৫০ বছরে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে এ বছরের এপ্রিল মাসে। জেলায় জেলায় তাপমাত্রাও ঊর্ধ্বমুখি। প্রায় ৪৫ ডিগ্রির কাছাকাছি জেলার তাপমাত্রা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় অতি তাপপ্রবাহের সতর্কতা (Heatwave Alert) দিয়েছে আলিপুর। এই দহনজ্বালা থেকে বাঁচতে নানান পরামর্শও দিচ্ছেন চিকিৎসকরা। অন্যদিকে এই গরমে ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন (Jharkhali Tiger Rehabilitation Centre) কেন্দ্রে থাকা বাঘেদের জন্যও ইতিমধ্যে এলাহি আয়োজন করেছে বন দফতর। এই পুনর্বাসন কেন্দ্রে থাকা তিনটি বাঘ যাতে কোনভাবেই গরমে কষ্ট না পায় সে জন্য পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁদের জন্য নানা আয়োজন কড়া হয়েছে।

এই গরমে যাতে এই পুনর্বাসন কেন্দ্রে থাকা বাঘেরা কোন ভাবে কষ্ট না পায় সেই কারণে দু’বেলা দীর্ঘক্ষণ ধরে পাইপের মাধ্যমে জল ছিটিয়ে তাদের স্নান করানো হচ্ছে। পাশাপাশি ভিটামিন সি ট্যাবলেট এবং ওআরএস জলে গুলে খাওয়ানো হচ্ছে এই রয়্যাল বেঙ্গল টাইগারদের। অন্যদিকে ২৪ ঘণ্টা ধরেই বাঘেদের খাঁচার সামনে বিশালাকার স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। এসব তো আছেন, তাছারাও বাঘেদের এনক্লোজারের মধ্যে তৈরি করা হয়েছে বাথ টাব। এবার আরও নতুন তিনটি বাথ টাব তৈরি করা হচ্ছে বাঘেদের জন্য।

আরও পড়ুন: ভোটের আবহে ভিলেন গরম, মঙ্গলে কলকাতার তাপমাত্রা ছুঁল ৪৩

এছাড়াও প্রাকৃতিক পুকুর রয়েছে বাঘেদের স্নানের জন্য। এনক্লোজারের মধ্যে ছায়ার ব্যবস্থা করতে ছাউনিও করা হয়েছে। বাঘেদের খাঁচার মধ্যে বড় বড় পাত্রে জল রাখা হয়েছে যাতে নিজেদের প্রয়োজন মত সেই জল খেতে পারে বাঘ। বাঘেদের শরীরকে শীতল রাখতে এই সমস্ত ব্যবস্থা করা হলেও তাঁদের খাবারের মেনুতে আপাতত অন্য কোন পরিবর্তন করা হয়নি বলেই বন দফতর সূত্রের খবর। তবে দুবেলাই বাঘেদের খাঁচাগুলিকে পরিস্কার পরিচ্ছন্ন রাখছেন সেখানকার কর্মীরা।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular