কলকাতা: লোকসভা নির্বাচনকে ঘিরে রাজ্য রাজনীতিতে যখন উত্তাপ বাড়ছে, তখন পাল্লা দিয়ে বাড়ছে গরম। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় অতি তাপপ্রবাহের সতর্কতা দিয়েছে আলিপুর। আবহাওয়া দফতরের পূর্বাবাস অনুযায়ী, মঙ্গলবার কলকাতার তাপমাত্রা ছুঁল ৪৩ ডিগ্রি। গত ৫০ বছরে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে এ বছরের এপ্রিল মাসে। ১৯৮০ সালের পর থেকে ২০২৪ সাল পর্যন্ত এটিই ছিল এপ্রিলের কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে ১৯৫৪ সালে কলকাতার তাপমাত্রা পৌঁছেছিল ৪৩.৩ ডিগ্রি সেলসিয়াস। যদিও বুধবার থেকে তাপমাত্রা বাড়ার কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর। তবে বিশেষজ্ঞদের মতে, ভোটের আবহে ভিলেন গরম।
এদিন কলকাতা ছাড়াও দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় ৪৩ ডিগ্রি তাপমাত্রার গণ্ডি ছাড়িয়েছে। আগামী কয়েক দিন রাজ্যের কয়েকটি জেলায় রাতের তাপমাত্রাও বৃদ্ধি পাবে। এর ফলে দিনের গরমে ভাজাপোড়া হওয়ার পরে রাতেও নিস্তার নেই দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার বাসিন্দাদের।
আরও পড়ুন: টেটে ব্যাপক অনিয়ম, সিবিআইয়ের রিপোর্ট আদালতে
মঙ্গল ও বুধবার অতি তীব্র তাপপ্রবাহের জেরে লাল সতর্কতা জারি করা হয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর এবং দুই বর্ধমান জেলায়। এ ছাড়া বাকি জেলাগুলিতেও তাপপ্রবাহের পরিস্থিতি জারি থাকবে। বৃহস্পতিবার তাপপ্রবাহের পরিস্থিতির জেরে লাল সতর্কতা জারি হয়েছে সেই জেলাগুলিতেই। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং দুই বর্ধমানে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রাতের তাপমাত্রাও ঊর্ধ্বমুখী থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
দেখুন আরও অন্যান্য খবর: