Placeholder canvas

Placeholder canvas
Homeদেশদ্রৌপদীর পক্ষে বিপুল পরিমাণ ক্রস ভোটিংই জয়ের ব্যবধান বাড়িয়ে দিয়েছে

দ্রৌপদীর পক্ষে বিপুল পরিমাণ ক্রস ভোটিংই জয়ের ব্যবধান বাড়িয়ে দিয়েছে

Follow Us :

নয়াদিল্লি: চূড়ান্ত ফলাফল এখনও ঘোষণা হয়নি৷ কিন্তু বৃহস্পতিবার রাত পর্যন্ত যে ফলাফল পাওয়া গিয়েছে তাতে বিপুল ভোটে জয়ী হয়েছেন এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু৷ প্রাথমিক হিসেবে দেখা যাচ্ছে, সারা দেশে অন্তত ১০৪ জন বিরোধী বিধায়ক এনডিএ প্রার্থীর পক্ষে ভোট দিয়েছেন৷ ১৭ জন বিরোধী সাংসদের ভোটও গিয়েছে দ্রৌপদীর ঝুলিতে৷ চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হলে এই সংখ্যা আরও বেড়ে যাবে বলে দাবি বিজেপি নেতৃত্বের৷ বিরোধীরা ভোটের আগে থেকে অভিযোগ করছিলেন, বিজেপি রাষ্ট্রপতি নির্বাচনেও ভোট কিনতে টাকার থলি নিয়ে নেমে পড়েছে৷ এমনকী সোমবার ভোটের দিনও বিরোধী জোটের প্রার্থী যশবন্ত সিনহা অভিযোগ করেছিলেন, টাকার খেলা চলছে৷ টাকার খেলার অভিযোগ প্রমাণসাপেক্ষ বিষয়৷ তবে এই বিপুল পরিমাণ ক্রস ভোটিংও প্রায় নজিরবিহীন৷

প্রাথমিক হিসেব অনুযায়ী, সবচেয়ে বেশি ক্রস ভোট হয়েছে অসমে৷ ওই রাজ্যে বিরোধীদের ২২টি ভোট গিয়েছে এনডিএ প্রার্থীর পক্ষে৷ এরপরই রয়েছে মধ্যপ্রদেশ৷ সেখানে ক্রস ভোট পড়েছে ১৯টি৷ মহারাষ্ট্রের দ্রৌপদীর পক্ষে ১৬টি, গুজরাত ও ঝাড়খণ্ডে ১০টি, মেঘালয়ে ৭টি, ছত্তীসগড় ও বিহারে ৬টি, গোয়ায় ৪টি এবং অরুণাচলে ১টি ক্রস ভোট পড়েছে৷ বিজেপি নেতৃত্ব অবশ্য প্রথম থেকেই বলে আসছিলেন, এনডিএ প্রার্থী অনেক বাড়তি ভোট পাবেন৷ অর্থাৎ ক্রস ভোটিং হবে৷ ফলাফল প্রকাশের পর দেখা গেল সত্যিই ক্রস ভোটিং হয়েছে এনডিএ প্রার্থীর সমর্থনে৷ 

এদিন রাতে দিল্লিতে দ্রৌপদীর মুর্মুর বাড়িতে গিয়ে তাঁকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এছাড়া তিনি টুইট করেও তাঁকে অভিনন্দন জানিয়েছেন৷ পাশাপাশি অভিনন্দন জানিয়ে টুইট করেছেন বিরোধী শিবিরের পরাজিত প্রার্থী যশবন্ত সিনহা, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উপরাষ্ট্রপতি পদে বিরোধী প্রার্থী মার্গারেট আলভা, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী প্রমুখ৷ 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
ধর্মযুদ্ধে রণহুঙ্কার | পিএম কেয়ারের টাকা কোথায় গেল? প্রশ্ন তুললেন মমতা
05:14
Video thumbnail
ধর্মযুদ্ধের দামামা | সন্দেশখালি নিয়ে দিল্লিতে তোপ সাগরিকার
12:48
Video thumbnail
ধর্মযুদ্ধে মুখোমুখি | তৃণমূলের আমলে একাধিক দুর্নীতি: ভাস্কর সরকার
06:55
Video thumbnail
Jelar Saradin | দেখে নিন জেলার সারাদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি...
12:41
Video thumbnail
৪ টেয় চারদিক | রাজভবনে শ্লীলতাহানির অভিযোগ, পুলিশি তদন্তের এক্তিয়ার নিয়ে প্রশ্ন রাজ্যপালের
34:56
Video thumbnail
Sandeshkhali | অবিলম্বে গঙ্গাধর কয়ালকে গ্রেফতারের দাবি কুণাল ঘোষের
04:52
Video thumbnail
Sandeshkhali Viral Video | গঙ্গাধরকে ফাঁসানো হয়েছে, দাবি বিজেপি কর্মীদের
10:28
Video thumbnail
Mitali Bagh | আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগের গাড়িতে ভাঙচুর, অভিযুক্ত বিজেপি বলছে, জনরোষ!
08:16
Video thumbnail
Abhishek Banerjee | মহুয়া মৈত্রের সমর্থনে কৃষ্ণনগরের কালীগঞ্জে অভিষেকের প্রচার
21:17
Video thumbnail
আমার শহর (Amar Sahar) | গরমে হিট শশা মাখা! ভিড় জমাচ্ছেন পথচলতি মানুষ
02:15