কলকাতা: গত ২৪ মে খানাকুলে শো করতে গিয়ে অপমানিত হন অভিনেত্রী রুকমা রায় (Actress Rooqma Ray)। এরপর জল অনেক দূর গড়িয়েছিল। অভিনেত্রীকে ভরা অনুষ্ঠানে অপমান করে মঞ্চে থেকে নামিয়ে দেওয়ায় প্রতিবাদ করেছেন তাঁর সতীর্থরা। অন্য দিকে, গোটা ঘটনায় হস্তক্ষেপ করেছিল ‘অল ইন্ডিয়া অর্গানাইজার অ্যান্ড আর্টিস্ট মিউজিক্যাল ফোরাম’। অবশেষে মিলল রফাসূত্র। অভিনেত্রীর কাছে ক্ষমা চাইলেন খানাকুলের ওই ক্লাবের উদ্যোক্তা।
রবিবার রাতে ফেসবুকে লাইভে এসে রুকমা জানান, রাজু সামন্ত নামের ওই ব্যক্তি ক্ষমা চেয়েছেন তাঁর কাছে। সংশ্লিষ্ট ক্লাবের তরফ থেকেও তাঁর কাছে ক্ষমা চেয়ে একটি ভিডিয়ো পাঠানো হয়েছে। অভিনেত্রীকে ওই ব্যক্তি জানান, তিনি রাগের মাথায় ওই কাজ করেছেন। সেখানেই প্রশ্ন তোলেন রুকমা, ‘‘রাগ হলে যা ইচ্ছে করা যায় নাকি? যে কারও সঙ্গে খারাপ ব্যবহার করা যায়? রাগের মাথায় তো তা হলে খুনও করে ফেলবেন!’’
আরও পড়ুন: ‘আমার কাছে আত্মসম্মান, মানুষের ভালবাসা সবার আগে’! মুখ খুললেন রুকমা
প্রসঙ্গত, শো করতে গিয়ে খানাকুলে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছিল অভিনেত্রী রুকমা রায়কে। চরম হেনস্তার শিকার হতে হয়েছিল অভিনেত্রীকে। এখনও সেই ঘটনা ভুলতে পারছেন না রুকমা। এই অপ্রত্যাশিত ঘটনার অভিঘাত যে বেশ ভাল রকম প্রভাব ফেলেছে অভিনেত্রীর মনে, সে কথা নিজেই জানিয়েছেন রুকমা।