Placeholder canvas

Placeholder canvas
HomeরাজনীতিKolaghat Cooperative Vote Win Left: সমবায়ের ভোটে উড়ল লাল আবির,দ্বিতীয় স্থানে নামল...

Kolaghat Cooperative Vote Win Left: সমবায়ের ভোটে উড়ল লাল আবির,দ্বিতীয় স্থানে নামল তৃণমূল

Follow Us :

কোলঘাট: গত বিধানসভার নির্বাচনে তলানিতে ঠেকেছে বামেদের আসন সংখ্যা। ৩৪ বছরের শাসক হয়েও বর্তমানে বিধানসভায়(Assembly) একটা আসন নেই বামেদের। এবার ঘুরে দাঁড়াতে মরিয়া তারা। সাগরদিঘিতে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর জয়ের পর কিছুটা হলেও বাড়তি অক্সিজেন পেয়েছিল বাম-কংগ্রেস শিবির। এর পর কোলাঘাট(Kolaghat) সমবায়ে হাত ছাড়া হল শাসকদলের। কোলাঘাট সমবায়ের(co-operative) ভোটে(election) বামেদের(Cpim) প্রতি আস্থা রাখল সাধারণ মানুষ, উড়ল লাল আবির। দ্বিতীয় স্থানে নামল তৃণমূল(TMC), খালি হাতেই ফিরতে হল বিজেপিকে(BJP)।

কোলঘাটের কেটিপিপিকর্মী সমবায় ভাণ্ডারের নির্বাচনে জয়ী হল বামেরা। ১৫ টি আসনের মধ্যে ১০ টিতে জয়ী হয়েছে সিআইটিইউ প্যানেলের প্রার্থীরা। ৫ টিতে জয়ী হয়েছেন আইএনটিটিইউসি প্যানেলের প্রার্থীরা। খাতা খুলতে ব্যর্থ হয়েছে বিজেপির ভারতীয় মজদুর সঙ্ঘ(BMS)। সিটু ও আইএনটিটিইউসি-র তরফে ১৫ জন করে প্রার্থী দেওয়া হলেও ১৩টি আসনে লড়াই করে ভারতীয় মজদুর সঙ্ঘ। সোমবার এই নির্বাচন অনুষ্ঠিত হয় সকাল দশটা থেকে বিকেল তিনটা পর্যন্ত। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া চলে বলাকা মঞ্চে। সন্ধে ৭ টায় ফলাফল ঘোষণা করা হয়। তারপরই লাল আবিরে জয়োল্লাসে মেতে ওঠেন বাম সমর্থকেরা। জয়ী প্রার্থী ও সংশ্লিস্ট সকলকে অভিনন্দন জানান এলাকার প্রাক্তন সিপিএম বিধায়ক ইব্রাহিম আলি। আগামী পঞ্চায়েত নির্বাচনে কোলাঘাট এলাকায় কি ফলাফল হয় এখন সেটাই দেখার বিষয়।

আরও পড়ুন:SLST | ধর্মতলায় চাকরিপ্রার্থীদের অবস্থানের দু’বছর পূর্তি 

উল্লেখ্য, সাম্প্রতিককালে রাজ্যে বেশ কিছু সমবায় নির্বাচন হয়েছে। সেখানে কোথাও ধাক্কা খেয়েছে শাসকদল, কোথাও আবার উস্কে দেওয়া হয়েছে ‘রাম-বাম’ জোটের তত্ত্ব।  যদিও শাসক শিবিরের নেতারা এর আগেও বার বার দাবি করেছেন, কোনও একটি সমবায় নির্বাচনের ফলাফল জনমানসে সেই অর্থে প্রভাব ফেলে না। সম্প্রতি একাধিক দুর্নীতিতে নাম জড়িযেছে তৃণমূলের শীর্ষ নেতা মন্ত্রী থেকে তৃণমূলস্তরের কর্মীদের। তার প্রভাব নির্বাচনী ফলে পড়তে পারে বলে মত রাজনৈতিক মহলের। কিছুদিন আগেই সাগরদিঘির উপনির্বাচনে শাসক শিবিরের ধাক্কা খায়। ফের একবার সমবায় নির্বাচনেও তৃণমূলকে পিছনে ফেলে বাম প্রার্থীদের জয়ী হওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

 

 

 

 

 

RELATED ARTICLES

Most Popular