Placeholder canvas

Placeholder canvas
Homeআন্তর্জাতিকPakistan floods: পাকিস্তানে বন্যায় মৃতের সংখ্যা হাজার ছাড়াল, দেশের অর্ধেকটাই জলে ডুবে

Pakistan floods: পাকিস্তানে বন্যায় মৃতের সংখ্যা হাজার ছাড়াল, দেশের অর্ধেকটাই জলে ডুবে

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: পাকিস্তানে বন্যায় মৃতের সংখ্যা হাজার ছাড়াল। গত ২৪ ঘণ্টায় ১১৯ জনের মৃত্যুর খবর মিলেছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে জানানো হয়েছে, মোট মৃতের সংখ্যা ১০৩৩। এর মধ্যে ৭৬ জন সিন্ধু প্রদেশে, ৩১ জন খাইবার পাখতুনখোয়ার, ৬ জন গিলগিট বালটিস্তান, ৪ জন বালুচিস্তানের লোক। ভয়ঙ্কর বৃষ্টির দাপটে এ পর্যন্ত প্রায় ৩ কোটি ৩০ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত। দেশের প্রায় অর্ধেকাংশ, ১১০টি জেলা বন্যায় জলমগ্ন। প্রায় ১০ লক্ষের মতো বাড়ি জলের তোড়ে ভেসে গিয়েছে। ৭ লক্ষেরও বেশি গবাদি পশুর মৃত্যু হয়েছে বন্যায়।

পাকিস্তানের বন্যা পূর্বাভাস সংক্রান্ত বিভাগ দেশে আগামী ৪৮ ঘণ্টায় অতি সতর্কতা জারি করেছে। দেশের সিন্ধু নদসহ অধিকাংশ নদনদী বিপদসীমার উপর দিয়ে বইছে। আগামী ২ দিন অবস্থার কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে তারা।  
এর মধ্যেই পাকিস্তানের রাজনীতির লড়াই থেমে নেই। শনিবারই ঝিলামে একটি রাজনৈতিক সভা করেন তেহরিক-ই-ইনসাফের সর্বময় কর্তা ইমরান খান। সেখানে বন্যা নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার কথা তুলে ধরে তিনি বলেন, খরা হোক কিংবা বন্যা, যদি যুদ্ধও বাধে, তাহলেও তাঁর এই ‘হককি আজাদি’র লড়াই থামবে না। ইমরানের এই মন্তব্যকে ঘিরে দেশে নিন্দার ঝড় উঠেছে। পাক বিদেশমন্ত্রী তথা পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওল ভুট্টো জারদারি একহাত নিয়েছেন খানসাহেবকে।

তিনি বলেন, ইমরান বন্যাকেও রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছেন। সবকিছুরই একটা সময় থাকে। বন্যার এই বিপর্যয়ের মধ্যেও ইমরান খান রাজনৈতিক ফয়দা তুলতে ছাড়ছেন না। কিন্তু, এতে তাঁর বিশেষ কোনও লাভ হবে না। দেশের মানুষ তাঁকে বুঝে নিচ্ছেন।

আরও পড়ুন: Princess Diana: ডায়ানার ২৫-তম মৃত্যুবার্ষিকীর আগে প্রায় ৭ কোটি টাকায় গাড়ি নিলামে

ইতিমধ্যেই দেশে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে পাক সরকার। এই সংকটে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ চেয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের জলবায়ুমন্ত্রী শেরি রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট এই বিপর্যয় মোকাবিলায় লড়াই চালিয়ে যাচ্ছে সরকার। পাকিস্তান এখন অষ্টম মৌসুমি চক্রের মধ্য দিয়ে যাচ্ছে। যদিও দেশে সাধারণত তিন থেকে চার চক্রে বৃষ্টিপাত হয়ে থাকে। চলতি বছরের জুন মাস থেকে অব্যাহত মৌসুমি বৃষ্টি ও বন্যার কারণে ইতিমধ্যে আবহাওয়ার রেকর্ড ভেঙেছে এই দেশটি।

রাষ্ট্রপুঞ্জের বিপর্যয় মোকাবিলা সংস্থা জানিয়েছে, চলতি গ্রীষ্মে এই বর্ষা পাকিস্তানে আঘাত হেনেছে। পাকিস্তানের পরিকল্পনা ও উন্নয়নমন্ত্রী আহসান ইকবাল জানান, বন্যায় দেশের মোট জনসংখ্যার প্রায় ১৫ শতাংশ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। অত্যধিক বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সিন্ধু প্রদেশ। দক্ষিণের প্রদেশটিতে চলতি বছর অগাস্টের গড় বৃষ্টিপাতের প্রায় আট গুণ হয়েছে।

RELATED ARTICLES

Most Popular