Placeholder canvas

Placeholder canvas
HomeখেলাShubman Gill: শচীন এবং বিরাটের মধ্যে কাকে সেরা বললেন শুভমান?...

Shubman Gill: শচীন এবং বিরাটের মধ্যে কাকে সেরা বললেন শুভমান? জানতে পড়ুন

Follow Us :

মুম্বই: শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar) এবং বিরাট কোহলি (Virat Kohli)-দুজনেই ভারতীয় ক্রিকেট ইতিহাসের দুই কিংবদন্তি। দু’জনের মধ্যে সেরা কে? এই নিয়ে রয়েছে নানান বিতর্ক। কেউ এগিয়ে রাখেন শচীন তেন্ডুলকরকে (Sachin Tendulkar) কেউ বা বিরাট কোহলিকে (Virat Kohli)। ঠিক একই প্রশ্ন করা হয় এই সময়ের ভারতীয় ক্রিকেট তারকা শুভমান গিলকে। এই বাউন্সার নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সামলান ভারতীয় ওপেনার। তিনি বলেন, ‘আমার মনে হয় বিরাট ভাই…শচীন স্যরের জন্য আমি ক্রিকেট খেলা শুরু করি। আমার বাবা শচীন স্যরের বিরাট বড় ভক্ত ছিলেন।যখন তিনি অবসর নেন, আমি এতোটাই ছোট ছিলাম যে ক্রিকেট সম্পর্কে সম্যক ধারনা ছিল না।ধীরে ধীরে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিরাট কোহলিকে অনুসরণ করতে থাকি।ব্যাটার বিরাট কোহলির থেকে অনেক কিছু শিখেছি পরবর্তী সময়ে।’

উল্লেখ্য, মঙ্গলবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত সিরিজ জয় ভারতের। ব্যাট হাতে শেষ ম্যাচেও জ্বলে ওঠেন শুভমান গিল। প্রথম ম্যাচে দ্বিশতরান, পরের ম্যাচে ৪০, তৃতীয় ওয়ান ডে তে আবারও শতরান এসেছে তাঁর ব্যাট থেকে। এরই সঙ্গে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে পাকিস্তানি ক্রিকেটার বাবর আজমের রেকর্ড স্পর্শ করেন তিনি। এই অনন্য কীর্তির পর ম্যাচ শেষে ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব চলে। শুভমান গিল কোচ দ্রাবিড়ের উদ্দেশে প্রশ্ন করেন- ‘কেমন লাগে যখন নিজের নামে লেখা ড্রেসিংরুমে প্রবেশ করেন?’ এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কিছুটা অস্বস্তিতে পড়ে যান ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক রাহুল দ্রাবিড়। মুচকি হেসে তিনি বলেন, ‘এটি কিছুটা হলেও বিব্রতকর।ভালোই লাগে।এতো বছর ধরে আমাকে  ভালোবাসার জন্য আমি ভীষণ আপ্লুত।নিজের মধ্যে প্রতিভা ছিল বলেই এতো বছর ধরে ভারতের হয়ে খেলতে পেরেছি।’

আরও পড়ুন: Shubman Gill-Rahul Dravid: শুভমান গিলের প্রশ্নে অস্বস্তিতে কোচ রাহুল দ্রাবিড়

অনূর্ধ্ব ১৯-এর সময় থেকে শুভমান গিলকে দেখছেন রাহুল দ্রাবিড়। ভারত যখন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়, সেইসময় ভারতের সহ অধিনায়ক ছিলেন শুভমান গিল।নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য সিরিজ সেরাও হন শুভমান গিল।

RELATED ARTICLES

Most Popular