Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsGyanvapi Mosque: ‘শিবলিঙ্গ’-এর সুরক্ষা-মুসলিমদের ‘আজান’ সুনিশ্চিত করে জ্ঞানবাপী মামলা বারাণসী পাঠাল সুপ্রিম...

Gyanvapi Mosque: ‘শিবলিঙ্গ’-এর সুরক্ষা-মুসলিমদের ‘আজান’ সুনিশ্চিত করে জ্ঞানবাপী মামলা বারাণসী পাঠাল সুপ্রিম কোর্ট

Follow Us :

নয়াদিল্লি, ২০ মে: জ্ঞানবাপী মসজিদ মামলা, বারানসীর জেলা আদালতে ফেরত পাঠাল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, উত্তর প্রদেশের বিচার ব্যবস্থার অধীনে কোনও এক জন উচ্চ পদস্থ এবং অভিজ্ঞ বিচারপতির এজলাসে এই মামলার শুনানি চলবে। জ্ঞানবাপী মসজিদ মামলায় ১৭ মে আদালত যে অন্তবর্তীকালীন নির্দেশ দেয় তাও বহাল রাখার কথা জানিয়েছে শীর্ষ আদালত। অর্থৎ, বারানসীর জেলা আদালতে শুনানি চলাকালীন জ্ঞানবাপী মসজিদের ভিতর যে অংশে শিবলিজ্ঞ পাওয়া গিয়েছে বলে দাবি, সেই অংশটিকে সুরক্ষা দিতে হবে। একই সঙ্গে, মুসলিম সম্প্রদায়ের সাধারণ মানুষ যাতে মসজিদের ভিতর তাঁদের ধর্মীর আচার আচরণ পালন করেত পারেন, তাও সুনিশ্চিত করতে হবে।

এ দিন আদালত বলে, এই সংক্রান্ত মামলা যে সব আইনজীবী লড়তে পারেন, তাঁদের হাতেই তা দেওয়া উচিত।  প্রসঙ্গত, জ্ঞানবাপীর অন্দরে সমীক্ষা এবং ভিডিয়োগ্রাফির বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন, ‘অঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি’-র আইনজীবী হুফেজা আহমদি।  বারাণসী আদালত ঘোষিত ‘মা শৃঙ্গার গৌরী’ (ওজুখানা, তহ্‌খানা-সহ মসজিদের একাংশ) এলাকা সিল করার নির্দেশের উপর মসজিদ কমিটি এবং সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের তরফে স্থগিতাদেশ চাওয়া হলেও সেই আবেদনে সায় দেয়নি দুই বিচারপতির বেঞ্চ।

জ্ঞানবাপীতে পুজোর অধিকার চেয়ে বারাণসী আদালতের দ্বারস্থ হয়েছিলেন পাঁচ হিন্দু মহিলা। তাঁদের আইনজীবী হরিশঙ্কর জৈন বুধবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।  বৃহস্পতিবার হরিশঙ্করের বাবা তথা সুপ্রিম কোর্টে হিন্দুপক্ষের আইনজীবী বিষ্ণুশঙ্কর সে কথা জানান। এর পর শুক্রবার শুনানিতে সাময়িক স্থগিতাদেশ দিয়েছিলেন দুই বিচারপতির বেঞ্চ।

আরও পড়ুন: Gyanvapi Mosque: জ্ঞানবাপী মসজিদের শিবলিঙ্গের ভাইরাল ছবি ‘ভুয়ো’? ভিয়েতনামে খননে পেয়েছিল এএসআই

RELATED ARTICLES

Most Popular