Placeholder canvas

Placeholder canvas
HomeScrollকমিশনের না, কোচবিহার সফর বাতিল করলেন রাজ্যপাল
CV Anand Bose

কমিশনের না, কোচবিহার সফর বাতিল করলেন রাজ্যপাল

রাজ্যপালের শিলিগুড়িতে থাকা দরকার, মন্তব্য শুভেন্দুর

Follow Us :

কলকাতা: ভোটের সময় কোচবিহার (Cooch Behar) সফর বাতিল করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (Governor CV Anand Bose)। নির্বাচন কমিশন রাজ্যপালকে শুক্রবার কোচবিহারে (Cooch Behar) থাকার অনুমতি দেয়নি। বুধবার দিল্লির নির্বাচন সদন থেকে রাজভবনে ইমেল আসে। তাতে রাজ্যপালকে কোচবিহারে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। সেই বার্তা পেয়েই রাজ্যপাল কোচবিহার যাওয়ার কর্মসূচি বাতিল করেন।

বৃহস্পতিবার বোস বলেন, আমার কাছে সবার আগে রাজ্যের মানুষ। বিশেষ করে ভোটের (lok sabha election) সময় রাজ্যে হিংসার বিরুদ্ধে লড়াই আমার অগ্রাধিকার। এই জন্যই আমি সেই সব এলাকায় যেতে চেয়েছিলাম। আমি আমার উত্তরবঙ্গ সফর বাতিল করছি। এদিন সকালেই রাজ্যপালের কোচবিহারে যাওয়ার কথা ছিল। ভোটের দিন বিকেলে আবার কলকাতায় ফেরার কথা ছিল। রাজ্যপাল বোসের এই সফর সূচি জানানো হয়েছিল কমিশনকে। কিন্তু ভোটের সময় রাজ্যপালের সফর নিয়ে আগেই প্রশ্ন তোলে তৃণমূল। শাসকদলের অভিযোগ, যে কেন্দ্রগুলিতে ভোট, সেখানে বেআইনিভাবে প্রবেশের চেষ্টা করছেন রাজ্যপাল। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh) দাবি, বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য রাজ্যপাল ভোটের দিন কোচবিহারে যাওয়ার পরিকল্পনা করেছেন। শান্ত পরিবেশকে অশান্ত করে তুলতেই রাজ্যপাল কোচবিহারে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শাসক তৃণমূল কমিশনকে লিখিত অভিযোগও করে। বুধবারই বিকেলে নির্বাচন কমিশন চিঠি পাঠায় রাজ্যপালকে। রাজ্যপাল এদিন বলেন, সংবিধান অনুযায়ী কেউ আমার গতিবিধি আটকাতে পারেন না।  রাজ্যপালের (Governor) অফিসকে রাজনীতিতে টেনে আনার চেষ্টা হচ্ছে। আমি কাউকে রাজ্যপালের অফিসের মর্যাদা নষ্ট করতে দেব না। আমায় কেউ বোড়ে হিসেবে রাজনীতির দাবাখেলায় ব্যবহার করবে, সেটাও হতে দেব না। কিন্তু আমি কোনওরকম রাজনৈতিক বিতর্কে পড়তে চাই না।

আরও পড়ুন: উদয়নকে নিজের বুথে থাকার নির্দেশ নির্বাচন কমিশনের

রাজ্যপালের সফর বাতিল প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, রাজ্যপালের শিলিগুড়িতে থাকা দরকার। শিলিগুড়ি নির্বাচন বিধির বাইরে রয়েছে। ভোটপর্ব শেষ হয়ে গেলে সন্ধ্যা ৬টার পর রাজ্যপালের কোচবিহারে যেতে কোনও বাধা নেই।

 দেখুন ভিডিও

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Murshidabad | মুর্শিদাবাদের খড়গ্রামে গুলি চালানোর অভিযোগ, আতঙ্কে এলাকার বাসিন্দারা
05:57
Video thumbnail
Election Commission | প্রথম দুই দফায় ভোটগ্রহণের হার প্রকাশ নির্বাচন কমিশনের
08:22
Video thumbnail
Mamata Banerjee | মালদহ থেকে প্রচারে কী বললেন মুখ্যমন্ত্রী, দেখুন ভিডিও
30:53
Video thumbnail
Tapas-Kunal | এক মঞ্চে তাপস-কুণাল! বিজেপি প্রার্থীর প্রশংসা করলেন তৃণমূলের মুখপাত্র
04:36
Video thumbnail
আমার শহর (Amar Sahar) | নতুন মহকুমা হাসপাতালের ঘোষণা হয়েছে ধূপগুড়িতে, নতুন ডাক্তার এসেছেন ৪ জন
02:14
Video thumbnail
Weather | ৫০ বছরে এপ্রিলে কলকাতার তাপমাত্রার রেকর্ড, রবিবার ও সোমবার কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস
07:48
Video thumbnail
Murshidabad | ভোটের আগে খড়গ্রামে কংগ্রেস-তৃণমূল সংঘর্ষ, চলল গু*লি
03:41
Video thumbnail
Loksabha Election 2024 | 'চুনাও কা পর্ব, দেশ কা গর্ব', ভোটদানে উৎসাহ দিতে বার্তা
00:57
Video thumbnail
Abhishek Banerjee | মালদহ উত্তরে অভিষেকের জোড়া কর্মসূচি অভিষেকের
02:42
Video thumbnail
Mamata Banerjee | তীব্র গরমের মধ্যেও নির্বাচনের পারদ বাড়িয়ে জোড়া সভা মমতার
05:03