Placeholder canvas

Placeholder canvas
HomeখেলাTeam India: মোহালিতে টিম ইন্ডিয়ার পাঁচটা ভাল-খারাপ দিক

Team India: মোহালিতে টিম ইন্ডিয়ার পাঁচটা ভাল-খারাপ দিক

Follow Us :

গতকাল, মঙ্গলবার মোহালিতে প্রথমে ব্যাট ২০৮ রান করেও অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছে টিম ইন্ডিয়া (Team India0-কে। তিন ম্যাচের সিরিজে ০-১ পিছিয়ে গেল টিম ইন্ডিয়া। অক্টোবরে অস্ট্রেলিয়ায় শুরু হতে চলা টি২০ বিশ্বকাপের আগে রোহিত শর্মাদের এই হার বেশ চিন্তার। হার্দিক পান্ডিয়া, লোকেশ রাহুল-রা অনবদ্য ব্যাটিং করে দলকে বোলারদের যথেষ্ট রান দিলেও, জশপ্রীত বুমরাহীন ভারতীয় বোলিং একেবারে খারাপ পারফরম্যান্স করে ডোবাল।

তবু প্রতিটা ম্যাচেই কিছু পজেটিভি-নেগেটিভ থাকে। দেখে নেওয়া যাক মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের টি২০-তে হারের ম্যাচে টিম ইন্ডিয়ার পাঁচটা ভাল ও খারাপ দিক-

আরও পড়ুন-মহিলাদের এশিয়া কাপে ভারতের ক্রীড়াসূচি ও স্কোয়াড

এক নজরে দেখে নেওয়া যাক

ভাল দিক

১) হার্দিক পান্ডিয়ার ব্যাটিং: মোহালিতে মুগ্ধ করেছে হার্দিক পান্ডিয়া-র ব্যাটিং। ৬ নম্বরে ব্যাট করতে নেমে ৩০ বলে অপরাজিত ৭১ রানের যে ইনিংসটা হার্দিক খেললেন, তাতে মনে হচ্ছে বিশ্বকাপে বড় কিছু একটা করতে চলেছেন আইপিএলে গুজরাট টাইটান্সের অধিনায়ক। মোহালিতে হার্দিকের ইনিংস সাজানো ছিল ৫টা ওভার বাউন্ডারি, ৭টা বাউন্ডারি দিয়ে। মোহালির হতাশার হারেও হার্দিকের ব্যাটিং মনে থাকবে।  

২) লোকেশ রাহুলের ইনিংস: চোট সারিয়ে দলে ফেরার পর অবশেষে রানে ফিরলেন লোকেশ রাহুল। জিম্বাবোয়ে সফরে রান পাননি, এশিয়া কাপেও ব্যর্থতা হাতে এসেছে। এরপর মোহালিতে রাহুল শুধু রান পেলেন তাই নয়, সঙ্গে তাঁর খারাপ স্ট্রাইক রেট নিয়ে ওঠা সমালোচনাও বন্ধ করলেন। ৪টে বাউন্ডারি, ৩টে ওভার বাউন্ডারি হাঁকানো ইনিংসে রাহুল করলেন ৩৫ বলে ৫৫ রান।  

৩) সূর্যকুমার যাদবের টাচ: মোহালিতে ২৫ বলে ৪৬ রানের ভাল ইনিংস খেলেন সূর্য। ৪টে বাউন্ডারি হাঁকানো সূর্যের ব্যাটে সেই ম্যাজিক টাচটা দেখা গিয়েছে।

৪) অক্ষর প্যাটেলের স্পেল: রবীন্দ্র জাদেজার চোটের কারণে এসে যাওয়া সুযোগটা দারুণ কাজে লাগালেন অক্ষর প্যাটেল। স্পিন বোলিংয়ে অজিদের চিরকালীন দুর্বলতাকে কাজে লাগিয়ে অক্ষর মোহালিতে মন জিতলেন। ২০৮ রান করে হারা ম্যাচে অক্ষর ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে নেন ৩ উইকেট। অক্ষর আউট করেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ, ক্যামেরন গ্রিন ও জোস ইংলিসকে। 

৫) উমেশ যাদবের কামব্যাক: দীর্ঘদিন পর দেশের হয়ে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ফিরে নজর কাড়লেন উমেশ যাদব। প্রথম এভারে একগাদা রান দিলেও, দারুণ কামব্যাক করে একই ওভারে আউট করলেন স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল-কে।

১) টিম ইন্ডিয়ার ডেথ বোলিং: মোহালিতে ভারতকে ডোবাল ডেথ বোলিং। শেষের দিকে একেবারে খারাপ বল করলেন ভূবনেশ্বর কুমার-রা। ম্যাথু ওয়েড পুরো সুযোগ নিলেন টিম ইংন্ডিয়ার বোলারদের খারাপ বোলিং-য়ের। 

২) ভূবনেশ্বর কুমারের বোলিং: এশিয়া কাপেও মোক্ষম সময়ে ভূবনেশ্বর কুমারে ডুবিয়েছে। মোহালিতে ৪ ওভারে ভূবি দিয়েছেন ৫২ রান। সঙ্গে করলেন ৪টা ওয়াইড বল। বুমরার অনুপস্থিতিতে রোহিতের দলে ভূবিই স্ট্রাইক বোলার। অথচ তিনিই এত রান দিলেন। এইটা বড় ফ্যাক্টার হয়ে দাঁড়াল। 

৩) রোহিত শর্মার ফর্ম: রোহিত শর্মা-র ফর্ম এশিয়া কাপ থেকেই চিন্তায় রাখছে। মোহালিতে ভারতীয় ব্যাটাররা বড় রান করলেও রোহিত রান পেলেন না। ৯ বলে ১১ রান করে অজি পেসার জোশ হ্যাজেলউডের বলে আউট হন রোহিত।

৪) হর্ষল প্যাটেলের বোলিং: চোট সারিয়ে দলে ফিরে একেবারেই ছন্দহীন দেখালো হর্ষল প্যাটেলকে। ৪ ওভারে হর্ষল দিলেন ৪৯ রান।

৫) চাপের পরিস্থিতিতে দলের শরীরী ভাষা: চাপের পরিস্থিতিতে ভারতীয় ফিল্ডারদের শরীরী ভাষা বেশ খারাপ দেখিয়েছে। টি২-তে বেশিরভাগ ম্যাচই শেষের দিকে ৫০:৫০ থাকে, সেই সময় রান বাঁচানো দলের ফিল্ডারদের শরীরী ভাষা বড় ভূমিকা নেয়।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Srirampur BJP | শ্রীরামপুরে বিজেপির অন্দরে কোন্দল, জেলা সভাপতির বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ
03:31
Video thumbnail
Dilip Ghosh | বারবার একই জায়গায় মর্নিং ওয়াক প্রচার! দুর্গাপুরে বিজেপি কর্মীদের ধমক দিলীপ ঘোষের
02:28
Video thumbnail
Alipurduar | বিকল্প জ্বালানিই ভবিষ্যৎ, গবেষণার জন্য আমেরিকায় পাড়ি শৌর্য্যদীপের
01:57
Video thumbnail
Weather | বাংলায় তাপপ্রবাহের দাপট, কলকাতায় তাপমাত্রার নয়া রেকর্ড ৪৩ ডিগ্রি সেলসিয়াস
01:17
Video thumbnail
Good Morning Kolkata | দেখে নিন আজ সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি
21:11
Video thumbnail
বাংলার ৪২ | বাঁকুড়াতে কোন দল এগিয়ে?
05:54
Video thumbnail
আজকে (Aajke) | আবার ডাহা মিথ্যে বলছেন সাংসদ শান্তনু ঠাকুর
09:58
Video thumbnail
চতুর্থ স্তম্ভ | Fourth Pillar | সুরাতের পরে ইন্দোর, কিসের ইঙ্গিত?
14:33
Video thumbnail
Politics | পলিটিক্স (30 April, 2024)
17:13
Video thumbnail
বাংলা বলছে (Bangla Bolche) | হিসেব দিইনি, প্রমাণ দিন, শাহকে তোপ মমতার
53:19