Placeholder canvas

Placeholder canvas
HomeখেলাInd vs Aus: বুমরা-পন্থ নেই প্রথম একাদশে, পরিবর্তে মোহালিতে খেলছেন যারা

Ind vs Aus: বুমরা-পন্থ নেই প্রথম একাদশে, পরিবর্তে মোহালিতে খেলছেন যারা

Follow Us :

চোট সারিয়ে স্কোয়াডে ফিরলেও মোহালিতে প্রথম একাদশে রাখা হল না তারকা পেসার জশপ্রীত বুমরা-কে। মঙ্গলবার, মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচে প্রথম একাদশে উইকেটকিপার-ব্যাটার হিসেবে খেলানো হচ্ছে দীনেশ কার্তিক-কে। ফলে ডাগ আউটেই বসতে হচ্ছে ঋষভ পন্থকে। বুমরার অনুপস্থিতি মোহালিতে তিন পেসার হিসেবে আছেন ভূবনেশ্বর কুমার, উমেশ যাদব ও হর্ষল প্যাটেল। 

মহম্মদ শামির করোনা হওয়ায় পরিবর্ত হিসেবে স্কোয়াডে ঢুকে একেবারে মাঠে নেমে পড়লেন উমেশ। অন্যদিকে, চোট সারিয়ে দলে ফিরলেন হর্ষল। দুই স্পিনার হিসেবে দলে রাখা হয়েছে যুজবেন্দ্র চাহাল ও অক্ষর প্যাটেল-কে।  

অন্যদিকে, অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হল টিম ডেভিডের।

টসে জিতে প্রথমে বল করছে অস্ট্রেলিয়া।

ভারতের একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীনেশ কার্তিক (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ভূবনেশ্বর কুমার, উমেশ যাদব, যুজবেন্দ্র চাহাল, হর্ষল প্যাটেল।

অস্ট্রেলিয়ার একাদশ-অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), স্টিভ স্মিথ, টিম ডেভিড, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন,  নাথান এলিস, জেপি ইংলিং, ম্যাথু ওয়েড (উইকেটকিপার), প্যাট কামিন্স, জোস হ্যাজেলউড, অ্যাডাম জাম্পা।

টি-২০তে দুই দলের পরিসংখ্যান-

মুখোমুখি ২৩ বার, ভারত জয়ী ১৩বার, অস্ট্রেলিয়া জয়ী ৯বার, ড্র ১ বার। 

ভারতের মাটিতে- ভারত জয়ী ৪ বার, অস্ট্রেলিয়া জয়ী ৪ বার।

নিরপেক্ষ মাটিতে- ভারত জয়ী ২ বার, অস্ট্রেলিয়া জয়ী ২ বার।

RELATED ARTICLES

Most Popular