Placeholder canvas

Placeholder canvas
HomeখেলাPremiere League | গত সপ্তাহে ম্যান ইউকে ৭ গোল দেওয়া লিভারপুল হারল...

Premiere League | গত সপ্তাহে ম্যান ইউকে ৭ গোল দেওয়া লিভারপুল হারল দুর্বল বোর্নমুথের কাছে! 

Follow Us :

লন্ডন: ইংলিশ প্রিমিয়ার লিগকে (English Premiere League) পৃথিবীর সেরা ঘরোয়া ফুটবল লিগ মনে করা হয়। এমনি এমনি নয়, তার যথেষ্ট কারণ আছে। ফুটবলীয় কারণ ছাড়াও এই লিগের বড় আকর্ষণ হল এখানে কোনও ভবিষ্যদ্বাণী চলে না। যে কোনও দিন যে কোনও দল যে কোনও দলকে হারিয়ে দিতে পারে। লিভারপুলের (Liverpool) কথাই ধরুন। আগের রবিবারে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) মতো বড় দলকে ৭-০ গোলে হারিয়েছিল তারা। শনিবার লিভারপুলের প্রতিপক্ষ ছিল দুর্বল বোর্নমুথ (Bournemouth)। তাদের কাছে ১-০ হেরে গেলেন মহম্মদ সালাহরা (Mohammad Salah)। এমন ফলাফলের কথা কেউ ভেবেছিল? এটাই প্রিমিয়ার লিগের মজা, মাহাত্ম্য, ক্যারিশমা। 

শনিবার বোর্নমুথের মাঠে বড় জয়ের লক্ষ্যে নেমেছিল জুর্গেন ক্লপের (Jurgen Klopp) দল। ম্যান ইউ ম্যাচে জোড়া গোল করা কোডি গাকপো, ডারউইন নুনেজ, মহম্মদ সালাহ তিনজনই ছিলেন প্রথম এগারোয়। শুরু থেকেই প্রতিপক্ষ রক্ষণে চাপ দিতে থাকেন তাঁরা। খেলার গতির বিপরীতে ২৮ মিনিটে গোল দিয়ে দেয় বোর্নমুথ। গোলদাতা ফিলিপ বিলিং। গোলশোধ এবং জেতার জন্য যথেষ্ট সময় ছিল লিভারপুলের কাছে। কিন্তু কিছুই হয়নি। ৬৭ মিনিটে পেনাল্টি পেয়েছিল লিভারপুল। সমর্থকরা ভেবেছিলেন, ম্যাচে ফেরার রাস্তা পেয়ে গিয়েছে দল। কিন্তু পেনাল্টি মিস করে সেই রাস্তা নিজেই বন্ধ করে দিলেন সালাহ। ১২ গজ দূর থেকে তাঁর শট গ্যালারিতে উড়ে গেল। 

আরও পড়ুন: Virat Kohli-India vs Australia: শতরান কোহলির! ‘বিরাট’ স্বস্তি অনুরাগীদের 

এই ম্যাচে হেরে লিভারপুলের শেষ চারে শেষ করার স্বপ্ন বড়সড় ধাক্কা খেল। অন্যদিকে টটেনহ্যাম হটস্পার (Tottenham Hotspur) এদিন নটিংহ্যাম ফরেস্টকে ৩-১ গোলে হারিয়েছে। ফলে লিভারপুলে আরও বেশি চাপে। ২৭ ম্যাচে টটেনহ্যামের সংগ্রহ ৪৮ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে লিভারপুলের ৪২। চ্যাম্পিয়ন্স লিগে (UCL) খেলার যোগ্যতা অর্জন করতে হলে হ্যারি কেনদের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে সালাহদের। এদিন টটেনহ্যামের জয়ের নায়ক হ্যারি কেন (Harry Kane)। একটি পেনাল্টি সহ জোড়া গোল করলেন তিনি। আর একটি গোল করেছেন হিউং মিন সন। ফরেস্টের হয়ে শেষের সান্ত্বনামূলক গোল করেন জো ওয়ারাল।  

দিনের শেষ ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ১-০ হারিয়ে আর্সেনালের (Arsenal) উপর চাপ কায়েম রাখল ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। এক নম্বরে থাকা মিকেল আর্তেতার (Mikel Arteta) দলের থেকে তিন পয়েন্ট পিছনে আছে সিটি। তবে এক ম্যাচ বেশি খেলেছে তারা। শনিবার পেপ গুয়ার্দিওলার (Pep Guardiola) দলকে পেনাল্টি থেকে গোল করে জয় এনে দেন এর্লিং হালান্ড (Erling Haaland)।

RELATED ARTICLES

Most Popular