Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাRecruitment Scam | Ayan Shill | তলব না করতেই ইডি দফতরে হাজির...

Recruitment Scam | Ayan Shill | তলব না করতেই ইডি দফতরে হাজির অয়নের স্ত্রী

Follow Us :

কলকাতা: শনিবার সল্টলেকের ইডির দফতরে হঠাৎই হাজির শান্তনু বন্দ্যোপাধ্যায় (Shantanu Banerjee) ঘনিষ্ঠ অয়ন শীলের স্ত্রী। এদিন সল্টলেকের ইডি (ED) দফতরে দেখা করতে আসেন অয়নের স্ত্রী কাকলি শীল। ইডি সূত্রে খবর, তাঁকে তলক করা হয়নি। তাও তিনি নিজের থেকে দেখা করতে এসেছেন তদন্তকারী অফিসারদের সঙ্গে। ইডি সূত্রে জানা গিয়েছে, কাকলি এবং তাঁর ছেলে দিল্লিতে ছিলেন যে সময় অয়ন শীল (Ayan Shill) গ্রেফতার হন। কাকলির একাধিক অ্যাকাউন্ট রয়েছে এবং বেশকিছু কোম্পানিতে ডিরেক্টর হিসেবে তাঁর নামও আছে। তাঁর অ্যাকাউন্ট থেকে মোটা অঙ্কের টাকা লেনদেন হয়েছে বলে সূত্রে খবর। ইডি তলব করার আগে এদিন নিজেই সশরীরে হাজির হন। যদিও তিনি ঢোকার সময় কিছু বলেননি। 

শুক্রবার ইডি আদালতে জানিয়েছে, অয়নের(Ayan Shil) ফ্ল্যাটের ডাস্টবিন থেকে পাওয়া কাগজে মিলেছে একাধিক পুরসভার নাম। ডাস্টবিনেই মিলেছিল পুরসভায় চাকরিপ্রার্থীদের(Job seeker in municipality) তালিকা। বিভিন্ন পুরসভায় পাঁচ হাজার নয়, প্রায় ছয় হাজার বেআইনি নিয়োগ হয়েছে। নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত অয়ন শীলকে জেরা করেই ইডির(Enforcement Directorate) এসব জানতে পেরেছে।

আরও পড়ুন: Birbhum Firearms Police | ফের বীরভূমে উদ্ধার আগ্নেয়াস্ত্র, বোমা বারুদ

তদন্তে নেমে ইডি আরও জানতে পেরেছে পুরসভায়(Municipality) নিয়োগে অয়নের বিপুল প্রভাবের কথা। জিজ্ঞাসাবাদ করে পুরসভায় নিয়োগ দূর্নীতির বিপুল তথ্য পায় ইডি। তদন্তকারীরা মনে করছেন, অয়ন পুরসভায় নিয়োগের বরাত পেতে একাধিক সংস্থা খুলেছিল। জানা গিয়েছে,  প্রায় ৬০টিরও বেশি পুরসভায় ৬ হাজারের বেশি মানুষের বেনিয়মে চাকরি হয়েছে। বঞ্চিত হয়েছেন যোগ্য প্রার্থীরা। সূত্রের খবর,  আরও কোন কোন পুরসভার সঙ্গে অয়নের সংস্থার চুক্তি হয়েছে? এবিএস ইনফোজোনকে মেল করে তা জানতে চেয়েছে ইডি। তিনটি ব্যাঙ্কের কাছেও চাওয়া হয়েছে অয়নের সংস্থার অ্যাকাউন্টের তথ্য।

আবাসন ব্যবসা করার জন্য অয়ন এবিএস ইনফ্রাজোন নামেও সংস্থা খুলেছিল। তথ্য বলছে ২০০৬ সালে হুগলিতে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দফতরের নিয়োগের ক্ষেত্রে অয়নের সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এবিএস ইনফোজেন প্রাইভেট লিমিটেড নামে এই সংস্থা ২০০৬ সালে হুগলিতে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দফতরের অধীনে নিয়োগের বরাত পেয়েছিল। ইডি সূত্রে খবর, এবিএস টাওয়ার নামে আবাসন তৈরিতে টাকা গিয়েছে অয়নের এবিএস ইনফ্রাজোন প্রাইভেট লিমিটেডের অ্যাকাউন্টে (Account of ABS Infrazone Pvt)। এই কোম্পানিই ৯০টির বেশি পুরসভায় বিভিন্ন পদে নিয়োগের টেন্ডার পেয়েছিল।

ইডির দাবি, অয়নের নামে প্রায় ১০ কোটি টাকার সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে।জমি, বাড়ি, ফ্ল্যাট ফার্ম হাউসও রয়েছে তার। জানা গিয়েছে, রাজারহাট, নিউটাউন, ভাঙড় সহ একাধিক জায়গায় জমি ও ফ্ল্যাট রয়েছে অয়নের। রয়েছে দুটি কোম্পানি, প্রোডাকশন হাউস ও পেট্রোল পাম্পও। কালো টাকা সাদা করতেই কি বিভিন্ন ব্যবসায় টাকা ঢেলে ছিল অয়ন, সেই প্রশ্নের উত্তর খুঁজছে ইডি। হুগলির গুড়াপে অয়নের ছেলে অভিষেক ও তার বান্ধবী ইমন গাঙ্গুলির নামে একটি পেট্রোল পাম্প রয়েছে। একটাই প্রশ্ন,  কোথা থেকে এত বিপুল পরিমাণ টাকার সম্পত্তি(Property) তৈরি করেছে অয়ন? এই কালো টাকা আর কোথায় কোথায় বিনিয়োগ করা হয়েছে সেটাও জানতে চায় তদন্তকারী সংস্থা।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
ধর্মযুদ্ধে রণহুঙ্কার | পিএম কেয়ারের টাকা কোথায় গেল? প্রশ্ন তুললেন মমতা
05:14
Video thumbnail
ধর্মযুদ্ধের দামামা | সন্দেশখালি নিয়ে দিল্লিতে তোপ সাগরিকার
12:48
Video thumbnail
ধর্মযুদ্ধে মুখোমুখি | তৃণমূলের আমলে একাধিক দুর্নীতি: ভাস্কর সরকার
06:55
Video thumbnail
Jelar Saradin | দেখে নিন জেলার সারাদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি...
12:41
Video thumbnail
৪ টেয় চারদিক | রাজভবনে শ্লীলতাহানির অভিযোগ, পুলিশি তদন্তের এক্তিয়ার নিয়ে প্রশ্ন রাজ্যপালের
34:56
Video thumbnail
Sandeshkhali | অবিলম্বে গঙ্গাধর কয়ালকে গ্রেফতারের দাবি কুণাল ঘোষের
04:52
Video thumbnail
Sandeshkhali Viral Video | গঙ্গাধরকে ফাঁসানো হয়েছে, দাবি বিজেপি কর্মীদের
10:28
Video thumbnail
Mitali Bagh | আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগের গাড়িতে ভাঙচুর, অভিযুক্ত বিজেপি বলছে, জনরোষ!
08:16
Video thumbnail
Abhishek Banerjee | মহুয়া মৈত্রের সমর্থনে কৃষ্ণনগরের কালীগঞ্জে অভিষেকের প্রচার
21:17
Video thumbnail
আমার শহর (Amar Sahar) | গরমে হিট শশা মাখা! ভিড় জমাচ্ছেন পথচলতি মানুষ
02:15