Placeholder canvas

Placeholder canvas
HomeখেলাEuro Qualifying | France vs Netherlands | এমবাপের জোড়া গোল, ডাচদের শাসন...

Euro Qualifying | France vs Netherlands | এমবাপের জোড়া গোল, ডাচদের শাসন করে ম্যাচ জিতল ফ্রান্স 

Follow Us :

প্যারিস: হুগো লরিস (Hugo Lloris) আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার পর ফ্রান্সের (France) অধিনায়ক হতে চেয়েছিলেন অ্যান্তইন গ্রিজমান (Antoine Griezmann)। কিন্তু কোচ দিদিয়ের দেশঁ (Didier Deschamps) কিলিয়ান এমবাপের (Kylian Mbappe) হাতে নেতৃত্বের আর্মব্যান্ড পরিয়ে দেন। এ নিয়ে দু’জনের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হল কি না, তা নিয়ে সরগরম হয়েছিল ফরাসি মিডিয়া (French Media)। সমস্ত বিতর্কে জল পড়ে গেল। ইউরো কাপের যোগ্যতা অর্জন পর্বে নেদারল্যান্ডসের (Netherlands) বিরুদ্ধে এমবাপের পাস থেকে গোল করলেন গ্রিজমান। সেলিব্রেশনে জড়িয়ে ধরলেন একে অপরকে। প্রমাণ হয়ে গেল, অধিনায়কত্ব বিতর্ক তাঁদের সম্পর্কে কোনও সমস্যার সৃষ্টি করেনি।

মেসি-রোনাল্ডো (Messi-Ronaldo) পরবর্তী যুগে এমবাপেই যে সেরা ফুটবলার তা আবার প্রমাণিত হল শুক্রবার। গ্রিজমানকে গোল করানোর পাশাপাশি নিজে জোড়া গোল করলেন। তাঁর গতির সামনে হিমশিম খেল ভার্জিল ভ্যান ডাইক (Virgil Van Dyke), নাথান আকেদের ডিফেন্স। ফ্রেঞ্চদের কাছে ৪-০ গোলে উড়ে গেল ডাচরা। ম্যাচের একদম শেষ লগ্নে পেনাল্টি পেয়েছিল নেদারল্যান্ডস। একটা গোল করে সম্মান রক্ষার সুযোগ এসেছিল। কিন্তু মেমফিস দিপে (Memphis Depay) তা গোলকিপারের হাতে মারলেন। 

আরও পড়ুন: WPL 2023 | পিছিয়ে নেই মেয়েরাও, প্রত্যাশা মতোই ফাইনালে মুম্বই-দিল্লি 

নেদারল্যান্ডসের কোচ হিসেবে রোনাল্ড কোমানের (Ronald Koeman) এটাই ছিল প্রথম ম্যাচ। বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর কোমানকে দায়িত্বে ফিরিয়ে এনেছিল সে দেশের ফুটবল সংস্থা। শুরুটা ভয়াবহ হল তাঁর। অবশ্য ইউরো কাপের (Euro Cup) যোগ্যতা অর্জন করার এখনও অনেক সময় রয়েছে। কোমানের হাতে ভাল প্লেয়ারের অভাব নেই। দলটাকে ছন্দে৷ আনতে হবে তাঁকে। ফ্রান্সের বিরুদ্ধে সেভাবে দাঁড়াতেই পারেনি ডাচরা। 

একটা বিষয় পরিষ্কার। আগামী আরও বেশ কয়েক বছর বিশ্ব ফুটবল শাসন করবে ফ্রান্স। বিশ্ব ফুটবল শাসন করবেন কিলিয়ান এমবাপে। শুক্রবার আরও একটি রেকর্ড করলেন ফ্রান্সের ১০ নম্বর জার্সিধারী। ফ্রান্সের হয়ে করিম বেঞ্জেমার (Karim Benzema) গোলসংখ্যা টপকে গেলেন তিনি। জাতীয় দলের জার্সি গায়ে ৩৮টি গোল হয়ে গেল এমবাপের, তাও মাত্র ২৪ বছর বয়সে। আরও আট-দশ বছর খেলবেন তিনি। রেকর্ড যে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে তা অনুমান করাও কঠিন। আর দল হিসেবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে যে আধিপত্য দেখাল ফ্রান্স, তাতে স্পষ্ট, ২০২৪ সালের ইউরো কাপে তারাই ফেভারিট। এই মুহূর্তে লেস ব্লুজদের (Les Blues) থামানোর মতো কোনও দল নেই।   

RELATED ARTICLES

Most Popular