Placeholder canvas

Placeholder canvas
Homeকলকাতাউত্তরবঙ্গ ভাগে বিজেপির গোপন তথ্য ফাঁস, মুখপত্রে সরব তৃণমূল

উত্তরবঙ্গ ভাগে বিজেপির গোপন তথ্য ফাঁস, মুখপত্রে সরব তৃণমূল

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: বিজেপির বঙ্গভঙ্গের গোপন ছক চলে এল প্রকাশ্যে। যা নিয়ে সরব হয়েছে তৃণমূল। অঙ্গরাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে মোট ৫২ টি রাজ্যে ভারতে গঠন করা উচিত বলে মনে করছে বিজেপি। সংঘের মুখপাত্র স্বরাজ পত্রিকায় এমনই লেখা হয়েছে। পৃথক রাজ্য না করে লাদাখ বা কাশ্মীরের মতো কেন্দ্রশাসিত অঞ্চল করা হতে পারে উত্তরবঙ্গে। এর ফলে উত্তরবঙ্গ কেন্দ্রের নিয়ন্ত্রণে আসবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

রাজনৈতিক মহলে প্রশ্ন, বঙ্গভঙ্গের এমন কৌশল কেন? অনেকে মনে করছেন বিরোধী রাজনৈতিক দলগুলোকে যেখানে বিজেপি নিজেদের নিয়ন্ত্রণে আনতে পারেনি ঠিক সেই সমস্ত রাজ্যকে ভেঙেই তৈরি করতে চাইছে নিজেদের দুর্গ। ঠিক যেমন অন্ধ্রপ্রদেশকে ভেঙে তেলঙ্গানা তৈরি করে কংগ্রেসের শক্তিকে দমন করা হয়েছে। ঠিক এইভাবেই বাংলাকেও ভাগ করতে চাইছে বিজেপি।

আরও পড়ুন: Weather Updates: উত্তরবঙ্গে গরমের মাঝেই ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

এক্ষেত্রে প্রধান বিরোধী দল তৃণমূল। প্রথম থেকেই বাংলা ভাগ নিয়ে সরব হয়েছে তৃণমূল। ঠিক যেভাবে এনআরসি এবং নাগরিকত্ব আইনের বিরোধিতায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিল প্রথম সারিতে। তবে কৌশল বদলে উত্তরবঙ্গকে ভাগ না করে কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করতে চায় বিজেপি। এটি যেমন উত্তরবঙ্গকে নিজেদের নিয়ন্ত্রণে রাখা যাবে তেমনি এনআরসি এবং নাগরিকত্ব আইন চালু করতে সমস্যা হবে না।

RELATED ARTICLES

Most Popular