Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাNITI Aayog Meet | নীতি-বৈঠকে অর্থমন্ত্রী বা মুখ্যসচিব নয়, রাজ্যকে...

NITI Aayog Meet | নীতি-বৈঠকে অর্থমন্ত্রী বা মুখ্যসচিব নয়, রাজ্যকে জানিয়ে দিল কেন্দ্র

Follow Us :

কলকাতা: নীতি আয়োগের বৈঠকে (NITI Aayog Meeting) যোগ দিচ্ছেন না রাজ্যের কোনও প্রতিনিধি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bnerjee) যে এই বৈঠকে যে যোগ দেবেন না, তা তিনি আগেই জানিয়েছিলেন। নবান্ন সূত্রের খবর, রাজ্যের প্রতিনিধি হিয়েবে কোনও মন্ত্রী কিংবা শীর্ষ আমলাকে পাঠানোর কথা হয়েছিল। এ ব্যাপারে তিনজনের নামও ঠিক করে কেন্দ্রকে চিঠিও দেওয়া হয়।   কিন্তু কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে, মুখ্যমন্ত্রীকেই বৈঠকে উপস্থিত থাকতে হবে। অন্য কেউ এলে হবে না। কারণ সব রাজ্যে মুখ্যমন্ত্রীই নীতি আয়োগের সদস্য। শনিবার যখন দিল্লিতে নীতি আয়োগের বৈঠক চলবে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরের এগরা এবং শালবনিতে দলীয় সভায় ব্যস্ত থাকবেন।  

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে নবান্নে বসে মুখ্যমন্ত্রী নিজেই দিল্লি সফরের কথা জানিয়েছিলেন। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ওই সময় নীতি আয়োগের (Niti Ayog) বৈঠকে যোগ দিয়ে তিনি রাজ্যের দাবিদাওয়া তুলে সরব হবেন। পরে অবশ্য মমতা দিল্লি সফরের সিদ্ধান্ত বাতিল করেন। মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, আয়োগের বৈঠকেও তিনি যোগ দিচ্ছেন না।

দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রীর না যাওয়া নিয়ে সরব হয়েছে রাজ্যের বিরোধী দলগুলি। লোকসভার বিরোধী দলনেতা এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhury) শুক্রবার বলেন, নীতি আয়োগের বৈঠকে যাওয়া উচিত ছিল মুখ্যমন্ত্রীর। রাজ্যের দাবিদাওয়া নিয়ে সেখানে কথা বলার সুযোগ ছিল। অধীরের কটাক্ষ, সব জায়গায় প্রক্সি চলে না। আসলে এখন দিল্লিতে বিরোধীদের যে বাজার, সেখানে মমতা গেলেন কী গেলেন না, তাতে কিছু যায় আসে না। অধীর বলেন, বর্তমানে দিল্লিতে মোদির বিরুদ্ধে বিরোধীদের যে একটা জোট গড়ার পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে মমতা কোনও গুরুত্ব পাবেন না। তাঁর মতামতকে এখন কেউ আগের মতো গুরুত্ব দেবে না। এটা বুঝতে পেরে তিনি দিল্লি না যাওয়া সিদ্ধান্ত নিয়েছেন। তৃণমূল নেত্রী বিহার পর্যন্ত যেতে রাজি আছেন, কিন্তু দিল্লি যাবেন না।

নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী উপস্থিত গেলে তারপরের দিনই বিজেপি বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে তাঁর সাক্ষাৎ বৈঠকের সম্ভাবনা ছিল। সেই বৈঠক থেকে আসন্ন লোকসভার রুটম্যাপ ঠিক করার আলোচনা হতে পারে। কিন্তু বিরোধী জোট গঠনের তোড়জোড় শুরু হলেও নানা কারণে বিজেপি বিরোধী সব দলকে আলোচনার জন্য এক টেবিলে এখনও অবধি আনা যায়নি।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
বাংলার ৪২ | বিষ্ণুপুরে কোন দল এগিয়ে?
04:39
Video thumbnail
চতুর্থ স্তম্ভ | নির্বাচনের আগে আসুন একে একে মোদিজির জুমলাগুলো মনে করিয়ে দিই (পর্ব - ১)
11:47
Video thumbnail
আজকে (Aajke) | জিতলে ভাইপোকে জেলে পুরব, ২০২৫-এই ভোট করাব
07:52
Video thumbnail
Politics | পলিটিক্স (07 May, 2024)
12:28
Video thumbnail
Beyond Politics | ভাইরাল ভিডিওর সত্যি-মিথ্যে
07:50
Video thumbnail
বাংলা বলছে (Bangla Bolche) | এখনই বাতিল নয় ২৬ হাজার চাকরি, বেতন ফেরতের নির্দেশেও সুপ্রিম স্থগিতাদেশ
35:28
Video thumbnail
Loksabha Election 2024 | বেতন ফেরতের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
10:50
Video thumbnail
সেরা ১০ | আপাতত চাকরি বাতিলে অন্তর্বর্তী স্থগিতাদেশ, সুপ্রিম কোর্টের সংক্ষিপ্ত রায়ে বড় সিদ্ধান্ত
18:06
Video thumbnail
ধর্মযুদ্ধে রণহুঙ্কার | রেশন দিতে কত টাকা লাগে? : মমতা বন্দ্যোপাধ্যায়
04:34
Video thumbnail
SSC Scam | বেতন ফেরতের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
07:06