বসন্তেই (Spring) চড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। ঋতুর সঙ্গে সামঞ্জস্য রেখে ঘর সাজিয়ে ফেলুন ঘর (Home)।শান্তি পাবেন। তেমনই ঘরে ঢুকলে মিলবে আরামও। ঘরের অন্দরের রং কী হবে, সেটা অনেক কিছুর উপর নির্ভর করে। পাশাপাশি গরমে ঘর ঠান্ডা রাখতে আমরা অনেক কিছুই করে থাকি। তবে এসি, কুলারের পাশাপাশি কিন্তু ঘরের সাজসজ্জা বদলালেও কিছুটা ঠান্ডা অনুভূত হবে। সবচেয়ে সহজ উপায় হল রং বদল। যাতে ঘর খোলামেলা দেখায়। মন ঠান্ডা থাকে।
সাদা: সাদা রং মনকে শান্তি দেয়।বেশি রঙিন দেওয়াল পছন্দ না হলে এটিই সবচেয়ে ভালো অপশন হতে পারে। যে কোনও রংয়ের আসবাপত্র ভালো দেখাবে ঘর সাদা হলে। আর ঘরের ভিতরটাও অনেক বড় মনে হয়। এছাড়াও কী রং করবেন বুঝে উঠতে না পারলে, সাদা রং সব সময়ই সেফ সাইটে থাকে।
আরও পড়ুন: Largest Tulip Garden | কাশ্মীরে বৃহত্তম টিউলিপ বাগান রবিবার থেকে খুলছে
অন্দরসজ্জায় বিশেষ দেখা যায় না সবুজ রং। তবে সবুজের আমেজ একটা আলাদা অনুভুতি এনে দেয়। এতে উজ্জীবিত হয়ে ওঠে মন। হাল্কা সবুজ দেওয়ালের সঙ্গেও নানা রংয়ের আসবাব, পর্দা, ঘর সাজানোর জিনিস মানায়। নীলের সঙ্গে সবুজ মেলালে গরমকালে আসতে পারে আরামের ছোঁয়া। এছাড়াও যাঁরা প্রকৃতি ভালোবাসেন, তাঁদের জন্য কিন্তু গরমে আদর্শ রং হতে পারে সবুজ।
ঘরের রংয়ের পাশাপাশি গরমে বদলাতে পারেন গৃহসজ্জার সরঞ্জামও। বিছানার চাদর থেকে শুরু করে ঘরের জানলা-দরজার পর্দায় আনুন কোমলতার ছোঁয়া।
বিছানার চাদর: শীত শেষ, এবার বিছানার ভারী চাদর তুলে ফেলার পালা। তার বদলে আসুক পাতলা সুতির চাদর। বালিশ, কুশনের ওয়ারও বদলে ফেলতে হবে সবই। গাঢ় নয়, বরং নরম রংয়ে ভরে যাক ঘরদোর। হালকা গোলাপি, কমলা, আকাশি, নীল, হলুদ, সবুজ কিংবা সাদার উপর হালকা কাজ করা যে কোনও জিনিস বেশ মানাবে।
জানলা-দরজার পর্দা: প্রতিটি ঘরে ঝুলুক দুধরনের পর্দা। একটি ছোট, একেবারে পাতলা সুতির পর্দা। যা সন্ধ্যায় ঘর আড়াল করবে, কিন্তু হাওয়া খেলার সুযোগ করে দেবে যথেষ্ট। আর অন্যটি সুতির হবে কিন্তু একটু ভারী। যা টেনে দিলে দুপুরের দিকে আর রোদ ঢুকবে না ঘরে।
অ্যান্টিক আয়না: এখন বেশ দেখা যাচ্ছে এই ধরনের আয়নার ব্যবহার। সিঙ্কের উপরে রাখতে হবে অর্নেট গিল্ট ফ্রেমের অ্যান্টিক আয়না। এতে ঘর দেখাবে বেশ বড়। পাশাপাশি ঘর হয়ে উঠবে আরও উজ্জ্বল।
গাছ: ঘরকে আরও আরামদায়ক, মনোরম রাখতে ব্যবহার করুন বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট। ঘরের ভিতর রাখতে হবে বেশ কিছু কালারফুল গাছ। যা দেখে চোখের আরাম হবে। আর ঘর ঠান্ডাও থাকবে।
শেয়ার করুন