Placeholder canvas

Placeholder canvas
HomeBig news'রাজনৈতিক দলের অর্থের উৎস জানার অধিকার নেই ভোটারদের'

‘রাজনৈতিক দলের অর্থের উৎস জানার অধিকার নেই ভোটারদের’

নির্বাচনী বন্ড নিয়ে কাল সুপ্রিম কোর্টে শুনানি

Follow Us :

নয়াদিল্লি: রাজনৈতিক দলগুলির তহবিলের উৎস জানার অধিকার নেই ভোটারদের (Voters)। সংবিধানে (Constitution of India) এরকম কোনও অধিকার দেওয়া নেই বলে সুপ্রিম কোর্টকে (Supreme Court) জানাল কেন্দ্রীয় সরকার (Central Government)। নির্বাচনী বন্ড (Electoral Bond) নিয়ে একগুচ্ছ আবেদনের শুনানির আগে শীর্ষ আদালতকে এক বিবৃতিতে একথা জানান ভারতের অ্যাটর্নি জেনারেল (Attorney General R Venkataramani) আর বেঙ্কটরামানি।

তিনি বলেছেন, সংবিধানের ১৯ (১) (এ) ধারায় বলা আছে, কোনও নাগরিক কোনও প্রার্থীর পূর্ব পরিচয় বা অতীত সম্পর্কে জানতে চাইতে পারেন। কিন্তু, প্রার্থী সম্পর্কে যা খুশি অর্থাৎ সবকিছু জানার অধিকার নেই। যার অর্থ নির্বাচনী বন্ড নিয়ে তথ্য জনসমক্ষে নাও আনা যেতে পারে।

আরও পড়ুন: বি-টেক ছাত্রী খুনে অভিযুক্ত এনকাউন্টারে খতম

আগামিকাল, মঙ্গলবার দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের (CJI DY Chandrachud) নেতৃত্বাধীন বেঞ্চে নির্বাচনী বন্ড ‘অস্বচ্ছ এবং অগণতান্ত্রিক’ এর উপরে একগুচ্ছ আর্জির শুনানি শুরু হবে। তার আগে সুপ্রিম কোর্টের বেঞ্চে এক লিখিত বিবৃতিতে বেঙ্কটরামানি জানান, ভোটারদের প্রার্থী সম্পর্কে সাধারণ এবং অতীত পরিচয় জানার অধিকার দিয়েছে সংবিধান। কিন্তু তার বেশি অধিকার ভোটারদের নেই।

আবেদনকারীদের তরফে নির্বাচনী বন্ডকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন করা হয়েছে। সেই যুক্তি খণ্ডন করে দিয়ে এজি বলেছেন, কোনও রাজনৈতিক দলের তহবিলের উৎস নিয়ে জানার অধিকার নেই নাগরিকদের।

RELATED ARTICLES

Most Popular