Placeholder canvas

Placeholder canvas
HomeBig newsগীতাপাঠে নেই মোদি, আজ বৈঠকে মমতার মুখোমুখি

গীতাপাঠে নেই মোদি, আজ বৈঠকে মমতার মুখোমুখি

Follow Us :

কলকাতা: আগামী ২৪ ডিসেম্বর কলকাতার (Kolkata) ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে (Brigade Parade Ground) ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ (Gita Recitation) অনুষ্ঠানে আসছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। মঙ্গলবার সন্ধ্যায় বিজেপি (BJP) সূত্রে এই খবর জানা গিয়েছে।

দিল্লি থেকে এই খবর আসতেই জরুরি বৈঠকে বসেছে রাজ্য বিজেপি। ওদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতের ঠিক আগে এই সিদ্ধান্ত ঘোষণা তৃণমূলের সঙ্গে সন্ধির বার্তা বলে দাবি বামেদের।

আরও পড়ুন: তৃণমূলে যোগ দেওয়া বিধায়ক বাইরনের বাড়িতে আইটি

অনেকেই মনে করছেন, ইন্ডিয়া জোটের বৈঠকের পরদিন আজ, বুধবার বেলা ১১টা নাগাদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক আছে প্রধানমন্ত্রীর। সেখানে বাংলার দাবিদাওয়া নিয়ে প্রধানমন্ত্রীর কাছে দরবার করবেন মমতা। ঠিক তার আগে বাংলার বঞ্চনা নিয়ে তৃণমূল রাজ্যে আসতে চাইছেন না বিজেপি নেতা। এছাড়াও সেদিন টেট পরীক্ষা থাকায় প্রধানমন্ত্রী এলে পুলিশ-প্রশাসন তা নিয়ে ব্যস্ত থাকবে। সবদিক বিচার করেই সম্ভবত না আসার এই সিদ্ধান্ত।

মঙ্গলবার সন্ধ্যায় বিধাননগরে বিজেপির রাজ্য সদর দফতরে সুকান্তবাবু ছাড়াও হাজির ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও আয়োজক সংস্থার সাধুসন্তরা। তখনই জানা যায় প্রধানমন্ত্রী আসছেন না। প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, ওই দিন উত্তরপ্রদেশে একটি সভা থাকায় কলকাতায় আসতে পারবেন না তিনি।

সূত্রের খবর, প্রধানমন্ত্রী না এলে অনুষ্ঠানে জনসমাগম নিয়ে আশঙ্কা রয়েছে। তাই দ্রুত বৈঠক করে পরিস্থিতি মোকাবিলার রণনীতি ঠিক করতে বসেছেন বিজেপি নেতারা। বোঝানো হচ্ছে আয়োজক সংস্থার সদস্যদেরও। তবে প্রধানমন্ত্রী না আসায় অনুষ্ঠানে জৌলুস যে অনেকটা কমে যেতে চলেছে বলা বাহুল্য।

আগামী ২৪ ডিসেম্বর ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে মোদি আসছেন ধরে নিয়েই প্রচার করছিলেন উদ্যোক্তারা। পোস্টার ব্যানারে ছিল প্রধানমন্ত্রীর ছবি। দিল্লি গিয়ে প্রধানমন্ত্রীকে আগেই আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন সাধুসন্তরা। আমন্ত্রণ জানানো হয়েছিল রাষ্ট্রপতিকেও। মঙ্গলবার তাঁর না আসার খবর পৌঁছতেই মাথায় বাজ পড়ে রাজ্য বিজেপির।

প্রধানমন্ত্রীর সফর নিয়ে যে কিছু গোলমাল হয়েছে তা টের পাওয়া যায় মঙ্গলবার দিল্লি থেকে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ফিরে আসায়। লোকসভার অধিবেশনে দিতে সোমবার সন্ধ্যাতেই দিল্লি গিয়েছিলেন তিনি। গোটা সপ্তাহের অধিবেশনে হাজির থেকে শুক্রবার ফেরার কথা ছিল তাঁর। সেই সুকান্তবাবু সোমবার গিয়ে মঙ্গলবারই ফিরে আসায় গোলমাল কিছু একটা হয়েছে তা আন্দাজ করেন অনেকে।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Jyotipriya Mallick | হাড়-মাংস-কিডনি-লিভার, জামিনে বালুর হাতিয়ার
00:00
Video thumbnail
Lok Sabha Elections 2024 | বাংলার ৭টি লোকসভা কেন্দ্রে ভোট, কড়া নিরাপত্তায় মোড়া প্রতিটি DCRC
06:25
Video thumbnail
Stadium Bulletin | ভারতীয় কোচ হওয়ার প্রস্তাব পাননি গৌতম গম্ভীর
11:54:56
Video thumbnail
Abhijit Ganguly | মমতাকে বেলাগাম আক্রমণ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের
11:54:56
Video thumbnail
আমার শহর (Amar Sahar ) | সৌগত রায়ের প্রচারে চন্দ্রিমা, সারলেন 'ডোর টু ডোর' প্রচার
02:14
Video thumbnail
Panihati News | পানিহাটিতে জমি প্রতারণা চক্রের পর্দাফাঁস, দলিল নকল করে জমি বিক্রির অভিযোগ
03:15
Video thumbnail
Kakdwip News | ফের শাসক দলের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ, জমি দখল করে টোটো স্ট্যান্ড করার চেষ্টা
02:27
Video thumbnail
Lok Sabha elections 2024 | আজ বঙ্গে ভোটের প্রচারে মোদির জনসভা ৩ কেন্দ্রে
05:21
Video thumbnail
আমার শহর (Amar Sahar ) | জয়গাঁর খোকলাবস্তিতে জলকষ্ট, পাইপ বসানোর পরেও নেই জল সরবরাহ
02:15
Video thumbnail
Good Morning Kolkata | দেখে নিন আজ সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি
13:40