Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent News‘বাংলা ভাগের চক্রান্ত মানা হবে না’, কোচবিহারে পুরভোটে আসন পাবে না বিজেপি...

‘বাংলা ভাগের চক্রান্ত মানা হবে না’, কোচবিহারে পুরভোটে আসন পাবে না বিজেপি দাবি উদয়নের

Follow Us :

কলকাতা: ফের ‘পাহাড়’ ইস্যুকে সামনে এনে বাংলা ভাগের অপচেষ্টা করছে বিজেপি, অভিযোগ তৃণমূলের৷ যদিও তা কঠোর হাতে দমন করা হবে দাবি শাসক দলের৷ অন্য দিকে, নাগাল্যান্ডে সেনার গুলিতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএসএফ প্রসঙ্গে মুখ খুললেন কোচবিহার দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ৷ বিএসএফ নিয়ে কোচবিহারের মানুষ প্রচণ্ড ক্ষুব্ধ বলে তিনি জানান৷ উদয়ন গুহ বলেন, ‘ বিএসএফ নিয়ে স্থানীয়রা ক্ষুব্ধ৷ এ কারণে পুরনির্বাচনে কোচবিহারের প্রতিটি পুরসভায় তৃণমূল জিতবে৷ কোচবিহারে বিজেপির সংগঠন দুর্বল৷ সব পুরসভায় সব আসনে প্রার্থী খুঁজে পাবে না বিজেপি৷’

সম্প্রতি ‘গোর্খাল্যান্ড’ ইস্যুকে সামনে এনে কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা৷ তিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে চিঠি লিখে দাবি জানান, উন্নয়নের স্বার্থে উত্তরবঙ্গ ভেঙে পৃথক গোর্খাল্যান্ডের প্রয়োজন। পাহাড়ের মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। ২০১৯ ও ২০২১ নির্বাচনে দার্জিলিং পাহাড় থেকে ৩ জন সাংসদ নির্বাচিত হয়েছেন। ডুয়ার্স থেকেও ভাল ভোট পেয়েছে বিজেপি। তাই পাহাড়ের মানুষের ভাবাবেগ ও উন্নয়নের দিকে বিশেষ নজর দেওয়া হোক।’

এই ইস্যুতে মঙ্গলাবার তৃণমূল মুখোপাত্র কুণাল ঘোষ রাজ্যপালের নীরবতা নিয়ে সরব হন। তিনি বলেন, ‘ রাজ্যপাল রোজ ছোটখাটো ইস্যু নিয়ে টুইট করতে পারেন, তাহলে পাহাড় নিয়ে কেন কিছু বলছেন না। বিজেপির বিধায়ক বঙ্গভঙ্গ চাইছেন। বাংলার রাজ্যপাল। একটা নিন্দা একটা প্রতিবাদ করতে পারছেন না।”

 

RELATED ARTICLES

Most Popular