Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরBurdwan Fake Currency: বাজার ছেয়ে গিয়েছে জাল নোটে, বর্ধমান পুলিসের জালে তিন

Burdwan Fake Currency: বাজার ছেয়ে গিয়েছে জাল নোটে, বর্ধমান পুলিসের জালে তিন

Follow Us :

খাগড়াগড়: বেশ কিছু দিন ধরেই বাজার ছেয়ে গিয়েছে জাল নোটে। খোলা বাজারেই চলছিল এই লেনদেন। পুলিসের কাছে খবর পৌঁছোতেই তদন্ত শুরু হয়। বৃহস্পতিবার প্রায় ১৩ হাজার টাকা সহ তিন জনকে হাতে নাতে গ্রেফতার করেছে পুলিস। উদ্ধার হয়েছে জাল টাকা ছাপানোর মেশিনও। ঘটনাটি বর্ধমান শহরের খাগড়াগড় এলাকা সংলগ্ন বাদসাহী রোডের।

পুলিস সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই ওই এলাকায় জাল নোটের রমরমা বাড়ছিল। তদন্ত শুরু করতেই জানা যায়,  খাগড়াগড় এলাকার মাঠপাড়ায় একটি বাড়িতে জাল নোটের কারবার চলছে। সেখানেই ছাপা হয় ওই জাল নোট। আর সেখান  থেকেই ছড়িয়ে দেওয়া হয় বাজারে।

বৃহস্পতিবার  আচমকাই পুলিস ওই বাড়িতে হানা দেয়। হাতেনাতে জাল নোট সহ তিনজনকে গ্রেফতার করে। ধৃতরা দীপঙ্কর চক্রবর্তী, গোপাল সিং এবং বিপুল সরকার। অভিযুক্ত গোপাল এবং বিপুল বর্ধমানের বাসিন্দা হলেও দীপঙ্কর চক্রবর্তী দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা।

খাগড়াগড়ের এই বাড়িতেই তৈরি হত জালনোট

আরও পড়ুন- AIIMS Job Scam: এইমস-এ প্রভাব খাটিয়ে নিয়োগ, কাঠগড়ায় বিজেপি বিধায়ক-সাংসদ, ক্ষোভ দলে

এদিন সাংবাদিক সম্মেলন করে পুলিশ সুপার কামনাশিষ সেন জানান, ধৃতদের কাছ থেকে প্রায় ১২হাজার ৫০০টাকা জাল নোট এবং নোট তৈরীর ডাইস উদ্ধার করা হয়েছে।  শুক্রবার ধৃতদের আদালতে তুলে পুলিস হেফাজত নেওয়া হবে। জানার চেষ্টা করা হবে ধৃতরা কতদিন ধরে এই জাল নোট তৈরীর সঙ্গে যুক্ত এরসঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে। এছাড়াও কত টাকার জাল নোট ইতিমধ্যে শহরে ছড়ানো রয়েছে তা জানতে জিজ্ঞাসাবাদ করা হবে ধৃতদের।

RELATED ARTICLES

Most Popular