Placeholder canvas

Placeholder canvas
HomeদেশAryan Khan: মাদক মামলায় স্বস্তি শাহরুখ পুত্র আরিয়ান খানের

Aryan Khan: মাদক মামলায় স্বস্তি শাহরুখ পুত্র আরিয়ান খানের

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: মাদক মামলায় স্বস্তি পেলেন শাহরুখ পুত্র আরিয়ান খান। শুক্রবার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো অর্থাৎ মাদক নিয়ন্ত্রক সংস্থা ক্লিন চিট দেয় আরিয়ানকে। মাদক মামলায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তরফে যে চার্জশিট পেশ করা হয়েছে তাতে নেই শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের নাম (Aryan Khan)।

গত বছর অক্টোবর মাসে কর্ডেলিয়া ক্রুজ নামক প্রমোদতরণীতে তিন দিন এক মিউজিক্যাল যাত্রার আয়োজন করা হয়েছিল। পনেরোশো যাত্রী নিয়ে মুম্বই থেকে গোয়া রওনা হয়েছিল ওই বিলাসবহুল প্রমোদতরী। কর্ডেলিয়া ক্রুজে ক্রে’আর্ক নামক ওই অনুষ্ঠানের আয়োজন করেছিল ফ্যাশনটিভি ইন্ডিয়া। যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড, ফ্যাশন, বাণিজ্যজগতের বিভিন্ন সদস্যরা।

আগে থেকে খবর পেয়ে ২ অক্টোবর সেই বিলাসবহুল প্রমোদতরীতে হানা দেয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো অর্থাৎ মাদক নিয়ন্ত্রক সংস্থার আধিকারিকরা। সেখান থেকেই শাহরুখ পুত্র আরিয়ান, তাঁর ঘনিষ্ঠ বন্ধু-সহ মোট ৮ জনকে আটক করে এনসিবি। আরিয়ান ও তাঁর বন্ধুরা ছাড়া নুপুর সাতিজা, ইস্মিথ চন্দা, মহাক জাসওয়াল, গোমিত চোপড়া ও ভিক্রন্ত ছোক্কার ছিলেন।

এরপর টানা জেরার পর গ্রেফতার করা হয় শাহরুখ খান ও গৌরী খানের বড় ছেলে আরিয়ান খান এবং তাঁর দুই বন্ধুকে। আরিয়ানের কাছেও মেলে নিষিদ্ধ মাদক ও নগদ ১ লক্ষ ৩৩ হাজার টাকা। আরিয়ানের কাছে উদ্ধার হওয়া নিষিদ্ধ মাদকের মধ্যে ছিল ১৩ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ৫ গ্রাম মেফেড্রোন ও ২২টি এমডিএমএ (একস্ট্যাসি) পিলস।

এরপর ৩ অক্টোবর শাহরুখ পুত্র আরিয়ানকে গ্রেফতার করে NCB। এরপর শাহরুখ পুত্রের জামিনের আবেদন জানিয়েছিলেন তাঁর আইনজীবী সতীশ মানশিন্ডে। যদিও, আদালত জানিয়ে দেয়, যে নিষিদ্ধ মাদক এনসিবি পেয়েছে সেই সম্পর্কে অভিযুক্তদের আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন রয়েছে।

আরও পড়ুন- Delhi stadium: দিল্লির স্টেডিয়ামে পোষ্য নিয়ে দুই আমলার ‘ইভনিং ওয়াক’, বদলিতে পাঠাল স্বরাষ্ট্রমন্ত্রক

তারপর থেকে বারবার আবেদনের সত্ত্বেও জামিন পাননি আরিয়ান। টানা ২৬ দিন আর্থার রোড জেলেই ছিলেন তিনি। এমনকি শাহরুখ জেলে গিয়ে ছেলের সঙ্গে দেখাও করে আসেন। যদিও গ্রেফতারির ২৬ দিন পর শাহরুখের জন্মদিনের ঠিক ৩ দিন আগেই মন্নতে ফেরেন আরিয়ান। তবে, জামিনের জন্য ১৪ টি শর্ত দিয়েছিল আদালত। শর্ততে বলা হয়েছিল, পুলিসকে না জানিয়ে তিনি মুম্বইয়ের বাইরে যেতে পারবেন না। প্রতি শুক্রবার তাঁকে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র অফিসে হাজিরা দিতে হবে। তাঁকে পাসপোর্ট জমা রাখতে হবে। জামানত হিসাবে দিতে হবে ১ লক্ষ টাকা ইত্যাদি।

এরপর শুক্রবার মাদক মামলায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো চার্জশিট দেয়। এই মামলার চার্জশিটে মোট ১৪ জনের নাম রেখেছে এনসিবি। যে ১৪ জনের মধ্যে নাম নেই আরিয়ান-সহ ৬ জনের। এনসিবির তরফে জানানো হয়েছে, তাঁদের বিরুদ্ধে এমন কোনও তথ্যপ্রমাণ পাওয়া যায়নি যা প্রমাণ করে তাঁরা মাদক সেবন করছিলেন বা অন্য কাউকে সেবন করাচ্ছিলেন।

RELATED ARTICLES

Most Popular