Placeholder canvas
Homeবিনোদনভারতের হারের পর আয়ুষ্মান-রণবীরের সঙ্গে হাসিমুখে হার্দিক

ভারতের হারের পর আয়ুষ্মান-রণবীরের সঙ্গে হাসিমুখে হার্দিক

হেরে যাওয়াটাই যে শেষ কথা নয়, সেটাই বুঝিয়ে দিলেন হার্দিক, আয়ুষ্মান, রণবীররা

Follow Us :

কলকাতা: সব ঠিক থাকলে হয়তো দেশের জার্সিতে বিশ্বকাপের মঞ্চ মাতাতেন। কিন্তু ভাগ্য সঙ্গ দেয়নি। চোটের কারণে শেষ হয়েছে হার্দিক পান্ডিয়ার (Hardik Panya) বিশ্বকাপের (World Cuop 2023) স্বপ্ন। তবে, মানসিক ভাবে সবসময়ই দলের সঙ্গেই ছিলেন তিনি।ব্যাট-বলে তাঁর উপরই ভরসা রেখেছিল দল। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে খেলতে গিয়ে গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে যায় হার্দিকের। প্রথমে মনে করা হয়েছিল, সেমিফাইনালের আগে সুস্থ হয়ে দলে ফিরবেন তিনি। কিন্তু পারেননি। রবিবার ফাইনাল দেখতে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে যান। তবে খেলা শেষে ভারত হেরে যেতে প্রায় সকলেরই মন খারাপ হয়ে যায়। তবে হেরে যাওয়াটাই যে শেষ কথা নয়, সেটাই বুঝিয়ে দিলেন হার্দিক, আয়ুষ্মান, রণবীররা।

তিন জন একসঙ্গে একটি নিজস্বী শেয়ার করে আয়ুষ্মান লেখেন, “হ্যাঁ ঠিক আজকে আমরা হারলাম, খারাপ লাগছে। কিন্তু এই দুজনের সঙ্গে ভাল সময় কাটল।” হেরে যাওয়ার পর গ্যালারি থেকে একটি ছবি দিয়ে অভিনেতা লেখেন, “দিনটা খারাপ ছিল, কিন্তু তার মানে এই নয় যে, তোমরা চেষ্টা করোনি। সেরাটা দিয়েছো। তোমাদের অবদান মনে রাখা হবে।” ভারত হেরে যাওয়ার পর গ্যালারি থেকে একটি ছবি দিয়ে অভিনেতা লেখেন, “দিনটা খারাপ ছিল, কিন্তু তার মানে এই নয় যে, তোমরা চেষ্টা করোনি। সেরাটা দিয়েছো। তোমাদের অবদান মনে রাখা হবে।”

দেখুন আরও অন্য খবর:

Colour Bar | ললিত মোদীর সঙ্গে বিয়ে? কী বললেন সুস্মিতা

RELATED ARTICLES

Most Popular

Recent Comments