Placeholder canvas

Placeholder canvas
Homeআন্তর্জাতিকAfganistan: আফগানিস্তানে বোমা বিস্ফোরণ, পড়ুয়া সহ মৃত ১৯

Afganistan: আফগানিস্তানে বোমা বিস্ফোরণ, পড়ুয়া সহ মৃত ১৯

Follow Us :

কাবুল: আফগানিস্তানের স্কুলে বোমা বিস্ফোরণ। জানা গেয়েছে, মৃত্যু হয়েছে প্রায় ১৯ জনের। মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত আরও অনেকে। এখনও উদ্ধারকাজ চলছে। সূত্রের খবর, বুধবার উত্তর আফগানিস্তানের একটি মাদ্রাসা স্কুল আচমকাই কেঁপে ওঠে বিস্ফোরণে। মৃতদের মধ্যে বেশিরভাগই স্কুলপড়ুয়ারা রয়েছে বলে জানা গিয়েছে। তবে এই হামলায় কত জন শিশুর মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত করে কিছু বলা যায়নি।

সংবাদ সংস্থা এএফপি-কে একটি হাসপাতাল থেকে জানানো হয়েছে আফগানিস্তানের এই বোমা হামলায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। এখনও কোনও সংগঠনের তরফে এই হামলার দায় স্বীকার করা হয়নি। আফগানিস্তানের স্থানীয় সময় বেলা ১২টা ৪৫ মিনিট নাগাদ বোমা ফাটে। তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে ওই স্কুল চত্বরের এলাকা। যে স্কুলে বিস্ফোরণটি হয়েছে তার নাম জহিদা মাদ্রাসা। সেখানে তখন প্রার্থনা সেরে সবে উঠছিলেন ছাত্র এবং শিক্ষকেরা। কাবুলের এক চিকিৎসক জানিয়েছেন, মৃতদের অধিকাংশই শিশু এবং সাধারণ মানুষ।

আরও পড়ুন:Supreme Court সুপ্রিম কোর্টে আজ মহিলা বিচারপতির বেঞ্চ মামলা শুনবে, শীর্ষ আদালতের ইতিহাসে তৃতীয়বার 

তালিবানের তরফে এই হামলার তদন্ত শুরু করা হয়েছে। যাঁরা এর নেপথ্যে রয়েছেন, অবিলম্বে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি বলে জানা গিয়েছে।

RELATED ARTICLES

Most Popular