Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsElon Musk Buy Twitter: টুইটার এখন এলন মাস্কের, খরচ পড়ল ৪৪ বিলিয়ন...

Elon Musk Buy Twitter: টুইটার এখন এলন মাস্কের, খরচ পড়ল ৪৪ বিলিয়ন মার্কিন ডলার

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: সমস্ত জল্পনা কাটিয়ে টুইটার কিনেই নিলেন এলন মাস্ক। দরদাম শেষে ৪৪ বিলিয়ন ডলারে টুইটারের ১০০ শতাংশ শেয়ার নিলেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩,৩৬,৯৪১ কোটি ২২ লাখ টাকা। শেয়ার কেনার জন্য পুরো টাকাটাই মাস্ক নগদে দিয়েছেন। প্রতি শেয়ারে ৫৪.২ ডলার দামে বিক্রি হল টুইটার।

সোমবার সন্ধে পর্যন্তও তেমনই ইঙ্গিত ছিল টুইটারের তরফে। টুইটারের সংস্থা (Twitter Inc) সূত্রে খবর ছিল, সব ঠিক থাকলে এলন মাস্কের দেওয়া প্রস্তাবেই সাড়া দেওয়া হবে। সম্প্রতি টেসলার (Tesla) মালিক এলন মাস্ক জানিয়েছিলেন,  টুইটারের ১০০ শতাংশ শেয়ার কিনতে চান তিনি। শেয়ার প্রতি ৫৪.২০ ডলার দর হাঁকিয়েছিলেন। টুইটার কেনার জন্য এটাই তার শেষ অফার বলেও জানিয়েছিলেন তিনি।  তাঁর মতে, বিশ্বজুড়ে বাকস্বাধীনতার প্ল্যাটফর্ম হিসেবে টুইটারের বিপুল সম্ভাবনা রয়েছে৷ সেই সম্ভাবনাকে কাজে লাগাতে চান টেসলা কর্তা৷

কিছুদিন আগে টুইটারের ৯.২ শতাংশ শেয়ার কেনেন এলন মাস্ক৷ তাঁর বিনিয়োগের পরই এক ধাক্কায় ২৬ শতাংশ বেড়ে যায় টুইটারের শেয়ার৷ এলন মাস্ক প্রায় ৭৩.৫ মিলিয়ন শেয়ার কেনেন৷ তাঁর মতে, যে কায়দায় টুইটারের কাজকর্ম চলছে তাতে সংস্থার উন্নতি সম্ভব নয়৷ বেসরকারি কোম্পানির মতো টুইটারের বদল দরকার৷ যে কারণে তিনি মাইক্রো ব্লগিং সাইটের ১০০ শতাংশ কেনার প্রস্তাব দেন৷ টুইটারের চেয়ারম্যান ব্রেট টেলরকে প্রস্তাবটি পাঠিয়েছেন এলন মাস্ক৷

সেখানে জানিয়ে দেন, এটাই তাঁর ‘বেস্ট এবং ফাইনাল অফার’৷ অফার গ্রহণ করা না হলে টুইটারের শেয়ার ছেড়ে দেওয়ার কথাও জানিয়েছিলেন৷ এমনিতে টুইটারে অ্যাকটিভ টেসলা কর্তা৷ কিন্তু টুইটারের বিভিন্ন নীতি তাঁর না-পসন্দ৷ টুইটেই সমালোচনা করতেন তিনি৷ শেয়ার কেনার পরেও তিনি বোর্ড অফ ডিরেক্টর হিসেবে যোগ দেননি৷ শেষ পর্যন্ত গোটা টুইটারকেই কিনে নিলেন টেসলা কর্তা।

RELATED ARTICLES

Most Popular