বলাগড়: কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার (DA Protest) দাবিতে সরকারি কর্মীরা যে অনশন চালিয়ে যাচ্ছেন, শনিবার সেই মঞ্চে যোগ দেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি (Naushad Siddiqi)। সেই মঞ্চে বক্তৃতা দেওয়ার সময় আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে আচমকা ধাক্কা মারলেন এক যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের নাম আবদুল সালাম। এদিন নওসাদ বক্তৃতা দেওয়ার সময় তাঁর সামনের দিকে এগিয়ে আসে ওই যুবক। মাইক হাতে তখন কথা বলছিলেন নওশাদ। এরপর তিনি নওসাদের উদ্দেশে জিজ্ঞাসা করে বলেন, আপনি সংখ্যালঘুদের জন্য কী করেছেন? জবাবের অপেক্ষা না করেই বিধায়ককে ধাক্কা দেন ওই যুবক। এর পর অবশ্য পরিস্থিতি সামলে নিতে এগিয়ে আসেন মঞ্চে উপস্থিত কয়েক জন। ওই যুবক হাওড়ার ডোমজুড় থানা এলাকার বাকরা পশ্চিম পাড়ার বাসিন্দা। এখনও পর্যন্ত ওই যুবকের বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের না হওয়ায় ময়দান থানার পুলিশ তাকে আটক করেছে। এই ঘটনার জেরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে।
এদিন দুপুরে তিনি বক্তৃতা দেওয়ার সময় সামনের দিকে উঠে আসে ওই যুবক। নওশাদের উদ্দেশে প্রশ্ন ছুড়েই ধাক্কা দেয় যুবক। মঞ্চে উপস্থিত থাকা আন্দোলনকারীরা এগিয়ে আসে তার দিকে। তারপর তাকে ধরে মঞ্চ থেকে নীচে নামিয়ে দেওয়া হয়। বারবার মাইকে নওশাদ বলতে থাকেন, ওকে কিছু করবেন না।
আরও পড়ুন: Jitendra Tiwari | নয়ডায় রাজ্য পুলিশে হাতে গ্রেফতারি বিজেপি নেতা জিতেন্দ্রর
এদিন ডিএ-র দাবি মঞ্চের আন্দোলন ৫১ দিনে পড়ল। আর অনশন চলছে ৩৭ দিন ধরে। তাঁদের সেই দাবিগুলিকে সমর্থন জানিয়েই এই অনশন বলে উল্লেখ করলেন বিধায়ক নওশাদ। এদিন সকালেই মঞ্চে পৌঁছে যান তিনি। অন্যদিকে, শনিবার থেকে ডিজিটাল স্ট্রাইক শুরু করার হুঁশিয়ারি দিয়েছেন সরকারি কর্মীরা।
এদিন সকালে নওশাদ পৌঁছনোর পর তাঁর শারীরিক পরীক্ষা করা হয়। নওশাদ বলেন, আমি আগেই এসে বলে গিয়েছিলাম একদিন অনশনে যোগ দেব। সেই মতো আজ অনশন করছি। রাজ্য সরকারকে বার্তা দিয়ে নওশাদ ওই মঞ্চ থেকে বলেন, সরকারের উচিত সরকারি কর্মীদের সঙ্গে একটা টেবিলে আলোচনায় বসা ও সমাধান সূত্র বের করা। কিছু আবেদন জানালেই সরকার বলছে টাকা নেই। অথচ খেলা-মেলা করে প্রচুর টাকা খরচ করা হচ্ছে।
এদিন হুঁশিয়ারি দিয়ে নওশাদ বলেন, এই দাবি না মানা হলে, তাহলে আন্দোলন ছড়িয়ে পড়বে মঞ্চের বাইরে। বৃহত্তর আন্দোলনে ছড়িয়ে পড়বে রাজ্যের বিভিন্ন প্রান্তে। উল্লেখ্য, শনিবার গণ অনশনের আহ্বান জানানো হয়েছে যৌথ মঞ্চের তরফে। অনশনকারীদের দাবি, শুধু নওশাদ নয়, আরও অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব তাঁদের সঙ্গে যোগ দেবেন আজ।
শেয়ার করুন