Placeholder canvas

Placeholder canvas
Homeকলকাতাচিনা মাঞ্জা আটকাতে মা ফ্লাইওভারে বসছে জাল, যান চলাচলে নিয়ন্ত্রণ

চিনা মাঞ্জা আটকাতে মা ফ্লাইওভারে বসছে জাল, যান চলাচলে নিয়ন্ত্রণ

Follow Us :

কলকাতা: চিনা মাঞ্জায় ব্যহত হয় যান চলাচল। ঘটে যায় বড় অঘটল। প্রাণ নিয়েও সংশয়ে পড়তে হয় অনেক ব্যক্তিকে। এই ধরণের ঘটনা কলকাতার মা ফ্লাইওভারে নতুন নয়। যা নিয়ে উদ্বিগ্ন ছিল প্রশাসন। সেই প্রতিকূলতা দূর করতে বড় পরিকল্পনা করেছে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথোরিটি(KMDA)।

জানা গিয়েছে মা ফ্লাইওভারে রেলিং-এর পাশে লাগানো হবে জাল। যার উচ্চতা হবে চার মিটার। মাঝের অংশে লোহার তার দিয়ে ফেন্সিং করে দেওয়া হবে। যাতে কোন উপায়েই ঘুড়ির সুতো কোন বাইক আরোহীকে আঘাত না করতে পারে। এমনই জানা গিয়েছে KMDA সূত্রে। আরও জানা গিয়েছে যে মোট দুই দফায় সম্পন্ন করা হবে এই কাজ। প্রথমে সায়েন্স সিটি থেকে পার্ক সার্কাস পর্যন্ত ওই সুরক্ষার ব্যবস্থা করা হবে। তারপরে অন্যদিকের কাজ হবে।

আরও পড়ুন- তালিবান সরকারকে সমর্থন করে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বার্তা চীনের

সেই কাজ সম্পন্ন করতে নিয়ন্ত্রণ করা হবে মা ফ্লাইওভারের যান চলাচল। দিনের মধ্যে ছয় ঘণ্টা করে বন্ধ রাখা হবে ওই রাস্তার উপরে দিয়ে যাতায়াত। পুজো মিটতেই কাজ শুরু করার পরিকল্পনা করা হয়েছে। KMDA সূত্রে জানা গিয়েছে যে আগামী ২২ অক্টোবর থেকে ১৫ দিন প্রত্যহ ছয় ঘণ্টা করে বন্ধ থাকবে যান চলাচল। রাত ১১টা থেকে ভোর পাঁচটা জারি থাকবে এই নিয়ন্ত্রণ বিধি।

আরও পড়ুন- ত্রিপুরায় সিপিএমের পার্টি অফিসে হামলা, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে মোদিকে চিঠি ইয়েচুরির

এই বিষয়ে কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে দুই দফায় ১৪ দিন করে যান চলাচল নিয়ন্ত্রণ করতে পুলিশের কোন সমস্যা হবে না। ট্রাফিক নিয়ন্ত্রণ করা বা অন্যান্য কাজে সাহায্য করবে লালবাজার। দ্রুত ওই কাজ যাতে সুস্থ উপায়ে সম্পন্ন হয় সেই কাজে সাহায্য করবে পুলিশ। এমনিতেই এখন রাত ১১টা থেকে মা ফ্লাইওভারে যান চলাচল বন্ধ রয়েছে। তাই ভবিষ্যতে কোন সমস্যা হবে না বলেই মনে করছে কলকাতা পুলিশ।

RELATED ARTICLES

Most Popular