কলকাতা : আর দেরি না করে আজ বিকেলেই প্রথম দফার প্রার্থী তালিকা (CPIM Candidate List) ঘোষণা করতে চলেছে বামফ্রন্ট। বিকেল পাঁচটায় বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সাংবাদিক বৈঠক ডাকা হয়েছে। সূত্রের খবর, সেখানে দশ-বারোটি কেন্দ্রের প্রার্থীর নাম জানিয়ে দেবেন ফ্রন্ট চেয়ারম্যান। কংগ্রেসের সঙ্গে আলোচনার দরজা খোলা রেখেই বামেরা প্রার্থী তালিকা ঘোষণা করবে।
এদিন দুপুরে বামফ্রন্টের বৈঠক বসে। তার আগে সিপিএম নেতৃত্ব শরিকদের সঙ্গে দফায় দফায় দ্বিপাক্ষিক বৈঠক করে। শরিকরা বিভিন্ন কেন্দ্রে তাদের প্রার্থী তালিকা আগেই দিয়ে রেখেছে। সূত্রের খবর, আরএসপির বালুরঘাট, আলিপুরদুয়ার এবং জয়নগরে প্রার্থী দেওয়ার কথা। সিপিআই প্রার্থী দিতে চায় ঘাটাল, বসিরহাট এবং মেদিনীপুরে। ফরওয়ার্ড ব্লক কোচবিহার, বারাসত এবং পুরুলিয়ায় প্রার্থী দিচ্ছে। মালদহ উত্তর এবং দক্ষিণ, বহরমপুর, মুর্শিদাবাদের মতো আসনগুলি কংগ্রেসের জন্য ছেড়ে রাখছে সিপিএম। আইএসএফকেও কয়েকটি আসন দিতে হবে। প্রাথমিকভাবে এদিন ১০ থেকে ১২টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করবে বামফ্রন্ট।
আরও পড়ুন: সিএএ নিয়ে মমতাকে নন্দীগ্রাম থেকে চ্যালেঞ্জ শুভেন্দুর
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বামেদের সঙ্গে জোট বেঁধে লড়তে চান। বুধবারও তিনি বলেন, আমি তো এ কথা বরাবর বলে আসছি। তবে কংগ্রেস সর্বভারতীয় দল। আমাদের দিল্লির উপর নির্ভর করতেই হয়। আমরাও দিল্লির দিকে তাকিয়ে রয়েছি।
অন্য খবর দেখুন