Placeholder canvas

Placeholder canvas
HomeদেশKashmir Encounter: ১২ ঘণ্টা তীব্র গুলির লড়াই, কাশ্মীরে খতম জইশ শীর্ষ কমান্ডার-সহ...

Kashmir Encounter: ১২ ঘণ্টা তীব্র গুলির লড়াই, কাশ্মীরে খতম জইশ শীর্ষ কমান্ডার-সহ ৫ জঙ্গি

Follow Us :

শ্রীনগর: জঙ্গি নিধন অভিযানে বড় সাফল্য ভারতীয় সেনার৷ দু’টি পৃথক এনকাউন্টারে কাশ্মীরে খতম পাঁচ জঙ্গি৷ নিহতদের মধ্যে রয়েছে জইশ শীর্ষ কমান্ডার জাহিদ ওয়ানি৷ কাশ্মীর পুলিস টুইট করে এই অভিযানকে বড় সাফল্য বলে উল্লেখ করেছে৷ জানিয়েছে, ১২ ঘণ্টা ধরে তীব্র গুলির লড়াই চলে৷ তাতে মারা গিয়েছে পাঁচ জঙ্গি৷

এই নিয়ে চলতি মাসে মোট ২১ জঙ্গির মৃত্যু হল৷ কাশ্মীর পুলিস জানিয়েছে, জানুয়ারিতে ১১টি এনকাউন্টার হয়েছে৷ তাতে মারা যাওয়া ২১ জঙ্গির মধ্যে ৮ জনই পাকিস্তানি৷ শনিবার রাত থেকে চলতে থাকা এনকাউন্টারেও এক পাকিস্তানি জঙ্গির মৃত্যু হয়েছে৷ কাশ্মীর পুলিসের আইজি বিজয় কুমার টুইট করে জানান, দুটি পৃথক এনকাউন্টারে পাঁচ জঙ্গি মারা গিয়েছে৷ নিহতরা জইশ এবং লস্করের সদস্য৷

শনিবার রাতে কাশ্মীরের বুদগাম এবং পুলওয়ামায় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায় জঙ্গিরা৷ পুলওয়ামার নাইরা এলাকাতেই মারা গিয়েছে চার জঙ্গি৷ ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্র এবং গোলাবারুদ৷ অন্যদিকে বুদগামের চাহার-ই-শরিফ এলাকায় পুলিসের গুলিতে এক লস্কর জঙ্গির মৃত্যু হয়েছে৷ তার কাছ থেকে একে-৫৬ রাইফেল পাওয়া গিয়েছে৷

আরও পড়ুন: India-Israel Rrelations: পেগাসাস বিতর্কের মধ্যে ভারত-ইজরায়েল সম্পর্ক মজবুতের বার্তা প্রধানমন্ত্রীর

RELATED ARTICLES

Most Popular