Placeholder canvas

Placeholder canvas
Homeআন্তর্জাতিকIron Man | বাংলার 'আয়রন ম্যান' সঞ্জয়

Iron Man | বাংলার ‘আয়রন ম্যান’ সঞ্জয়

Follow Us :

ঝাড়গ্রাম: ঝাড়গ্রামের বাসিন্দা সঞ্জয় (Sanjay)। তাঁর শিল্প সংস্থায় তৈরি হয় লোহার রড-সহ নানা ইস্পাত সামগ্রী। এবার খেতাব জিতলেন ‘আয়রন ম্যান’ (Iron Man)। ভিয়েতনামের সমুদ্রে সাঁতার কেটে, সড়ক পথে সাইকেল চালিয়ে ও দৌড়ে বিশেষ ‘আয়রন ম্যান’ প্রতিযোগিতায় সফল হলেন পশ্চিম মেদিনীপুর (West Medinipur) জেলার এই উদ্যোগপতি। নাম সঞ্জয়কুমার পাটোয়ারি ( Sanjay Kumar Patwari)। বয়স ৪৪ বছর। পুরো প্রতিযোগিতাটি তিনি শেষ করেছেন ৬ ঘণ্টা ৫৯ মিনিট ২৫ সেকেন্ডে। 

বর্তমানে খড়্গপুরে থাকেন সঞ্জয়। সেখানকার গোকুলপুরে একটি শিল্প গোষ্ঠীর কর্ণধার তিনি। বাল্যকাল থেকে শরীরচর্চায় মন ছিল সঞ্জয়ের। এখন ব্যবসার কাজে ব্যস্ত হয়ে পড়লেও শরীরচর্চার ক্ষেত্রে খামতি রাখেননি তিনি। এখনও প্রতিদিন নিয়ম করে শরীরচর্চা করে নিজেকে ফিট রাখেন সঞ্জয়।

আরও পড়ুন: What is Sengol in History | নতুন সংসদে ভবনে স্থাপিত হবে ‘সেঙ্গল’, জানেন এটা কী? কী ইতিহাস এর পিছনে লুকিয়ে?

প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্তে আয়রন ম্যান প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়। এই প্রতিযোগিতায় কোনও প্রতিযোগীকে বেশ কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়। প্রতিযোগীকে প্রথমে সমুদ্রে ২.৪ মাইল সাঁতার কাটতে হয়। সাঁতার শেষ করার পরেই ১১২ মাইল সাইকেলিং এবং ২৬.২২ মাইল দৌড়ে লক্ষ্যে পৌঁছতে হয়।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অনেক প্রতিযোগীই সম্পূর্ণ করতে পারেন না। মাঝ পথেই অজ্ঞান হয়ে যান বা অসুস্থ হয়ে পড়েন। এবারে ভিয়েতনামে সঞ্জয়ের সঙ্গী ছিলেন ঝাড়গ্রাম শহরের বাসিন্দা ভাস্কর চৌধুরী। জানা গিয়েছে বিভিন্ন দেশ থেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে ১০ জন ভারতীয় ছিলেন। ভাস্কর জানিয়েছেন, প্রতিযোগিতার দিন ভিয়েতনামে ডানাং শহরে তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি। উপস্থিত ছিল ১৫টি অ্যাম্বুল্যান্স। 

প্রতিযোগিতা শেষ করার জন্য আট ঘণ্টা সময় নির্ধারিত করা হয়েছিল। প্রতিযোগিতার দিন সঞ্জয় ভোর সাড়ে পাঁচটায় দক্ষিণ এশিয়া সাগরে ২.৪ মাইল সাঁতার কাটেন। সময় লাগে ৫৩ মিনিট ৪৬ সেকেন্ড। এরপরই ভিজে গায়েই সাইকেলে চড়ে ডানাং শহরের তিনটি ফ্লাইওভার-সহ শহরের ৯০ কিলোমিটার পথ পাড়ি দেন ৩ ঘণ্টা ১২ মিনিট ২৩ সেকেন্ডে। এরপর সাইকেল রেখেই দু’ঘণ্টা ৪১ মিনিট ১১ সেকেন্ডে তিনি ২১.১ কিমি পথ দৌড়ে লক্ষ্যে পৌঁছন।

তিন হাজার প্রতিযোগীর মধ্যে ১৩৯৯ জন প্রতিযোগিতা সম্পূর্ণ করতে পেরেছিলেন। তাঁরা সকলেই ‘আয়রন ম্যান’ খেতাব পান। ওই ১৩৯৯ জন প্রতিযোগীর মধ্যে সঞ্জয়ের স্থান ৭৮৪তম। আর দশজন ভারতীয়র মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন সঞ্জয়। খেতাব জিতে সঞ্জয় বলেন, শরীর চর্চার কোনও বিকল্প নেই। দু’বছর আগে বাঁ-পায়ে লিগামেন্টের অস্ত্রোপচার করিয়েছি। কিন্তু তাতেও দমে যাইনি। তবে অ্যাডভেঞ্চার ভালোবাসি বলেই এই প্রতিযোগিতায় নাম দিয়েছিলাম। 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
বাংলার ৪২ | ঝাড়গ্রামে কোন দল এগিয়ে?
06:35
Video thumbnail
আজকে (Aajke) | কুণাল ঘোষ তৃণমূলের একজিমা
07:21
Video thumbnail
চতুর্থ স্তম্ভ | Fourth Pillar |এবারের নির্বাচনে গোবলয় থেকে পঞ্জাব হরিয়ানাতে হার-জিত ঠিক করবে কৃষকেরা
14:22
Video thumbnail
Beyond Politics | মঙ্গলসূত্র কেড়ে নেবে ওরা?
10:44
Video thumbnail
Politics | পলিটিক্স (02 May, 2024)
12:48
Video thumbnail
বাংলা বলছে (Bangla Bolche) | রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, ঠিক কী অভিযোগ করলেন মহিলা?
38:08
Video thumbnail
সেরা ১০ | খড়গ্রামের পর বাঁকড়া, ভোটের আবহে হাওড়ায় গুলি
16:45
Video thumbnail
ধর্মযুদ্ধে রণহুঙ্কার | চারিদিক জ্বলছে, মানুষ জ্বলছে : মমতা
05:26
Video thumbnail
নারদ নারদ | অবৈধ বালি খাদান বন্ধের কড়া বার্তা হাইকোর্টের, পুলিশকে ৩ মাসের সময়ে বেঁধে দিল আদালত
17:53
Video thumbnail
District Top News | দেখে নিন আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি
13:56