HomeকলকাতাDuayre Sarkar | ফের ‘দুয়ারে সরকার’ শিবির, চলবে ১ থেকে ২০ এপ্রিল...

Duayre Sarkar | ফের ‘দুয়ারে সরকার’ শিবির, চলবে ১ থেকে ২০ এপ্রিল পর্যন্ত

Follow Us :

কলকাতা: পঞ্চায়েত ভোটের (Panchayet Vote) আগে ফের দুয়ারে সরকার (Duare Sarkar) শিবির রাজ্যে।  ১ তারিখ থেকে ১০ দিন চলবে এই শিবির। একাধিক সরকারি প্রকল্পের কাজ চলবে তার পরবর্তী ১০ দিন।  অর্থাৎ ১ এপ্রিল থেকে ২০ তারিখ পর্যন্ত দু’দফায় রাজ্যের বিভিন্ন প্রান্তে চলবে দুয়ারে সরকার প্রকল্প। বৃহস্পতিবার নবান্নের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বৃহস্পতিবার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সেখানেই দুয়ারে সরকার ক্যাম্পের দিনক্ষণ জানানো হয়েছে। একইসঙ্গে প্রত্যেকটি জেলায় ন্যূনতম ছটি করে ভ্রাম্যমান শিবির তৈরি করারও নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন: Samserganj HS Exam Student | বাবার মৃত্যুশোক নিয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিল নিশা 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মোট ৩২ টি সরকারি প্রকল্পের কাজ হবে আসন্ন ওই শিবিরে। যার মধ্যে রয়েছে খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, শিক্ষাশ্রী, রূপশ্রী-সহ একাধিক সরকারি প্রকল্প। ১ থেকে ১০ এপ্রিল পর্যন্ত চলবে জনসংযোগ  ও আবেদনপত্র গ্রহণের কাজ। আর  ১১ তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত আবেদনকারীদের হাতে তুলে দেওয়া হবে সার্টিফিকেট এবং প্রয়োজনীয় নথিপত্র। এর মধ্যে ছুটির দিন এবং রবিবারে কোনও শিবির হবে না।  

উল্লেখ্য, দুয়ারে সরকার’ প্রকল্প সম্প্রতি পুরস্কৃত হয়েছে। বিশেষ ডিজিটাল ইন্ডিয়া ২০২২ পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই প্রকল্পটি।  রাজ্যবাসীর কাছে যাতে বিভিন্ন সরকারি প্রকল্প দ্রুত পৌঁছে দেওয়া যায়,  তাঁর জন্যই দুয়ারে সরকার চালু করার সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই স্বপ্নের প্রকল্পে  ব্যাপক সাড়া মিলেছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড, খাদ্যসাথী,ওয়েভার  ক্রেডিট কার্ড, জমির মিউটেশন সংক্রান্ত তথ্য, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, কৃষির পরিকাঠামো সংক্রান্ত তথ্য সহ বিভিন্ন পরিষেবা দুয়ারে সরকারের ক্যাম্পগুলিতে পাওয়া যায়। জেলায় জেলায় বহু সাধারণ মানুষ এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছে। মুখ্যমন্ত্রী নিজেও এই প্রকল্পের সাফল্যে উচ্ছ্বসিত।

এর আগে দুয়ারের সরকার শিবির কবে হবে, তা মুখ্যমন্ত্রী নিজেই ঘোষোনা করেছেন একাধিকবার। তবে এই প্রথম শিবির করার কথা বিজ্ঞপ্তি দিয়ে জানানো হল।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
ধর্মযুদ্ধে রণহুঙ্কার | পিএম কেয়ারের টাকা কোথায় গেল? প্রশ্ন তুললেন মমতা
05:14
Video thumbnail
ধর্মযুদ্ধের দামামা | সন্দেশখালি নিয়ে দিল্লিতে তোপ সাগরিকার
12:48
Video thumbnail
ধর্মযুদ্ধে মুখোমুখি | তৃণমূলের আমলে একাধিক দুর্নীতি: ভাস্কর সরকার
06:55
Video thumbnail
Jelar Saradin | দেখে নিন জেলার সারাদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি...
12:41
Video thumbnail
৪ টেয় চারদিক | রাজভবনে শ্লীলতাহানির অভিযোগ, পুলিশি তদন্তের এক্তিয়ার নিয়ে প্রশ্ন রাজ্যপালের
34:56
Video thumbnail
Sandeshkhali | অবিলম্বে গঙ্গাধর কয়ালকে গ্রেফতারের দাবি কুণাল ঘোষের
04:52
Video thumbnail
Sandeshkhali Viral Video | গঙ্গাধরকে ফাঁসানো হয়েছে, দাবি বিজেপি কর্মীদের
10:28
Video thumbnail
Mitali Bagh | আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগের গাড়িতে ভাঙচুর, অভিযুক্ত বিজেপি বলছে, জনরোষ!
08:16
Video thumbnail
Abhishek Banerjee | মহুয়া মৈত্রের সমর্থনে কৃষ্ণনগরের কালীগঞ্জে অভিষেকের প্রচার
21:17
Video thumbnail
আমার শহর (Amar Sahar) | গরমে হিট শশা মাখা! ভিড় জমাচ্ছেন পথচলতি মানুষ
02:15