Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাHigh Court Punishent: আদালত অবমাননায় এক ব্যক্তিকে হাসপাতালে গিয়ে কাজ করতে বলল...

High Court Punishent: আদালত অবমাননায় এক ব্যক্তিকে হাসপাতালে গিয়ে কাজ করতে বলল হাইকোর্ট

Follow Us :

কলকাতা:  গল্প কাহিনীতে শোনা যায় বিভিন্ন ধরনের শাস্তির ব্যবস্থা। বেশি পাপ করলে নরক বাস। অল্প পাপ করলে তার জন্য আলাদা শাস্তির ব্যবস্থা। এবার অভিনব শাস্তি হাইকোর্টের। দেওয়ানি মামলার নির্দেশ কার্যকর না করে আদালত অবমাননার (Contempt OF Court) জের। এক ব্যক্তি আদালতের নির্দেশ মানেননি বলে তাঁকে হাসপাতালে গিয়ে মানুষের সেবা করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। অপরূপ চক্রবর্তী (Aparaup Chakraborty) নামে ওই ব্যক্তিকে ডোমজুড় গ্রামীণ হাসপাতালে ৪৫ দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাজ করতে বলা হয়েছে। একইসঙ্গে মেডিক্যাল অফিসারকে বলে দেওয়া হয়েছে তাঁকে কাজ দিতে হবে। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা এই নির্দেশ দিয়েছেন।

শুধু তাই নয়, হাওড়া পুলিশ কমিনারেটের (police comissionerate) এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধেও আদালত অবমাননার অভিযোগ উঠেছে। তাঁর আচরণেও ক্ষুব্ধ বিচারপতি। তিনি জানিয়ে দেন, আদালতের (Court) নির্দেশ না মানার প্রবণতা খারাপ। শুভ্রজিৎ মজুমদার নামে ওই পুলিশ অফিসার মানুষের বিশ্বাস ভঙ্গ করেছেন। এই বিষয়ে হাওড়ার পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে, তাঁর বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ করতে হবে।

আরও পড়ুন: Supreme Court: সুপ্রিম কোর্টে আজ মহিলা বিচারপতির বেঞ্চ মামলা শুনবে, শীর্ষ আদালতের ইতিহাসে তৃতীয়বার 

ওই ঘটনাতে এখানেই ছাড় নয়। এসপি (Sp) ও হাসপাতাল (Hospital) সুপারকে সেই বিষয়ে কী পদক্ষেপ করা হল তার অ্যাকশন টেকেন রিপোর্ট জমা করতে হবে হাইকোর্টে। এমন নির্দেশ নিয়ে আদালত চত্বরে নানা চর্চা শুরু হয়েছে।

RELATED ARTICLES

Most Popular