Placeholder canvas

Placeholder canvas
HomeদেশEknath Shinde: গুয়াহাটি গেলে আমিও কি মুখ্যমন্ত্রী হতে পারব? ছোট্ট মেয়ের প্রশ্নে...

Eknath Shinde: গুয়াহাটি গেলে আমিও কি মুখ্যমন্ত্রী হতে পারব? ছোট্ট মেয়ের প্রশ্নে বিড়ম্বনায় শিন্ডে

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: ‘রাজা তোর কাপড় কোথায়?’ কবিতার উলঙ্গ রাজাকে এবার ধরাধামেই দেখা গেল। একরত্তি এক শিশুকন্যার নিষ্পাপ প্রশ্নবাণে ধরাশায়ী মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা একদা থানের বাহুবলি নেতা একনাথ শিন্ডে। বিজেপির সুতোর টানে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বাণিজ্যনগরীর কুর্সির দখল নিয়েছেন শিন্ডে। কিন্তু, এতসবের মধ্যেও তাঁকে কেউ এরকম নির্ভেজাল কঠিন সত্যের মুখোমুখি করতে পারেনি। যা করে দেখিয়েছে ছোট্ট একটি মেয়ে। এই দৃশ্যটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। যা নিয়ে যথেষ্ট হাসির খোরাকের বিষয় হয়ে উঠেছেন নবনির্বাচিত মারাঠা মুখ্যমন্ত্রী।
একরত্তি একটি মেয়ে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে তাঁর এবং তাঁর শিবিরের নেতাদের গুয়াহাটিতে থাকা নিয়ে প্রশ্ন করে। আর তাতেই হতবাক হয়ে যান শিন্ডে এবং মুখে তালা পড়ে যায়। শিশুটির প্রশ্নে অবশ্য কাছেপিঠে থাকা অন্যরা হাসি সামলাতে পারেননি। ফলে দৃশ্যত অস্বস্তিতে পড়ে যান মারাঠা নেতা। বিদ্রোহী নেতাদের নিয়ে গুয়াহাটির রাজকীয় বিলাসে দিন কাটানো নিয়ে শিন্ডেকে এর আগে অনেক বিদ্রূপ সহ্য করতে হয়েছে। কিন্তু, রবিবার এই ফুটফুটে শিশুটি শিন্ডের বাড়িতে তাঁর সঙ্গে দেখা করতে গিয়ে যা করল, তাতে নেট দুনিয়া আমোদিত হয়ে রয়েছে। নিষ্পাপ শিশুটি মুখ্যমন্ত্রীর কাছে অসীম সারল্যে জানতে চায়, শিন্ডে আঙ্কল তুমি কি পরেরবার যখন গুয়াহাটি যাবে, তখন আমায় নিয়ে যাবে? আমি যদি গুয়াহাটি গিয়ে তোমার মতো বানভাসিদের সাহায্য করি, তাহলে আমিও কি মুখ্যমন্ত্রী হতে পারব! শিশুটি সারল্যমাখা মুখে প্রশ্ন করলেও শিন্ডের পাশে থাকা কাছের মানুষরাও হাসি বাগ মানাতে পারেননি। এটাই দাবানালের মতো ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়।

আরও পড়ুন: Monkeypox India: ফের কেরলে ধরা পড়ল মাঙ্কিপক্স, এই নিয়ে আক্রান্ত দু’জন
মহা বিড়ম্বনায় পড়া মুখ্যমন্ত্রী তখন মেয়েটির কাঁধে হাত রেখে বলতে থাকেন, তাই হবে, তাই হবে। শুধু তাই নয়, রত্নগিরির বাসিন্দা মেয়েটি আরও বলে, আগে আমার কেবলমাত্র নরেন্দ্র মোদিকেই ভালো লাগত। কিন্তু এখন তোমাকেও দেখতে ভালো লাগে। এরপরই সে একনাথ শিন্ডের কাছে আগামী দেওয়ালিতে তাকে গুয়াহাটি নিয়ে যাওয়ার বায়না ধরে। তখন ফের সবাই হেসে ফেলেন। একনাথও কী করা উচিত বুঝতে না পেরে মিটিমিটি বোকার হাসি হাসতে থাকেন। আর ঘাড় নেড়ে সম্মতিসূচক অভিব্যক্তি জানাতে থাকেন। শিন্ডে বাচ্চাটির কাছে জানতে চান, তুমি কি কামাখ্যা মন্দির দেখতে চাও। তাতে সে বলে, হ্যাঁ। শিন্ডে তখন তাকে বলেন, তুমি খুব স্মার্ট গার্ল।

RELATED ARTICLES

Most Popular